আগের মত মিডিয়া এখনো নিয়ন্ত্রিত: নাহিদ ইসলাম

মিডিয়া আগে যেভাবে নিয়ন্ত্রণ করা হতো, এখনো সেভাবেই নিয়ন্ত্রিত হয় বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।

আজ বৃহস্পতিবার বেলা সোয়া ১টার দিকে ট্রাইব্যুনালে দ্বিতীয় দিনের জবানবন্দি দেয়ার পর সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

নাহিদ ইসলাম বলেন, আন্দোলনের সময় পক্ষে-বিপক্ষে কাজ করা দুই ধরনের গণমাধ্যমই ছিল। তবে আন্দোলনের পরে গণমাধ্যমের যে ধরনের সংস্কার হওয়ার কথা ছিল তা এখনো সেইভাবে হয়নি।

সেনাবাহিনীর সদস্যদের অপরাধ প্রসঙ্গে তিনি বলেন, সেনাবাহিনী সদস্যদের মধ্যে যাদের বিরুদ্ধে অভিযোগ আছে তাদের অনেককে এক বছরের মধ্যে গ্রেপ্তার করা হয়নি। আমি নিজে গুম কমিশনে অভিযোগ দায়ের করেছি।

তিনি আরো বলেছেন, গুমের ঘটনায় অনেকের নাম আসছে। ডিজিএফআইয়ের সাবেক ৫ জন ডিজির নাম আসছে। তাদের কিন্তু এখনো গ্রেপ্তার করা হয়নি।

এর আগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জবানবন্দেতে তিনি বলেন, শিক্ষার্থীদের আন্দোলন স্থগিত করতে নেয়া হয়েছিলো আয়না ঘরে। জিজ্ঞাবাদের নামে চলে নির্যাতন। আন্দোলন বন্ধ করতে সমন্বয়কদের গুমের হুমকি দেয়া হয়েছিলো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *