বিসিএস পরীক্ষার্থীদের জন্য জবির বিশেষ পরিবহন সেবা

৪৭তম বিসিএস পরীক্ষার্থীদের যাতায়াতের জন্য জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) পরিবহন পুল থেকে ৩টি রুটে পরিবহন সেবার ব্যবস্থা করা হয়েছে। শুক্রবার ১৯ সেপ্টেম্বর সকাল ৬ টা ৪৫ মিনিটে বাস ছাড়বে।

বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) দিবাগত রাতে বিশ্ববিদ্যালয়ের পরিবহন প্রশাসক তারেক বিন আতিক নিজ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক পোস্টে এ তথ্য জানান।

তিনি পোস্টে লেখেন, আগামীকাল ১৯ সেপ্টেম্বর ৪৭তম বিসিএস পরীক্ষার্থীদের যাতায়াতের জন্য জগন্নাথ বিশ্ববিদ্যালয় পরিবহন পুল থেকে বাসের ব্যবস্থা করা হয়েছে। বাস সকাল ৬টায় শহীদ মিনারের সামনে থাকবে। এদিন ৬টা ৪৫মিনিট থেকে ৭টার মধ্যে গাড়ি ছেড়ে দিবে।

বাসের রুট নির্দেশনা দিয়ে তিনি লেখেন, তিনটি রুটে গাড়ি চলাচল করবে।
১. ক্যাম্পাস-গুলিস্তান-শাহবাগ-ফার্মগেট-মোহাম্মদপুর
ড্রাইভার নাসির উদ্দিন ‪+8801712509705‬
২. ক্যাম্পাস -গুলিস্তান- মগবাজার-মৌচাক- তিতুমীর কলেজ। ড্রাইভার সুমন দাশ 01726150389
৩. ক্যাম্পাস -গুলিস্তান- বাঙলা কলেজ- মিরপুর
ড্রাইভার মিলন ‪+880 1773-776532‬

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *