গঙ্গাচড়ায় জমি দখলের অপচেষ্টার অভিযোগে সংবাদ সম্মেলন

রংপুরের গঙ্গাচড়ায় জমি জবর দখলের অপচেষ্টার অভিযোগে সংবাদ সম্মেলন করেছে সংশ্লিষ্ট ভুক্তভোগী পরিবার। পরিবারগুলোর পক্ষে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন উপজেলার সদর ইউনিয়নের ভুটকা গ্রামের বাসিন্দা মুজাহিদুল ইসলাম আউয়াল।

শনিবার (২০ সেপ্টেম্বর) সকালে প্রেসক্লাব গঙ্গাচড়ায় এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

লিখিত বক্তব্যে আউয়াল বলেন, ভুটকা মৌজাস্থ তাদের ব্যক্তি মালিকানাধীন জমি একাধিকবার আদালতের রায় ও ডিক্রী অনুযায়ী তাদের দখল-ভোগে থাকলেও স্থানীয় প্রভাবশালী একটি মহল নানা কৌশলে জমি দখলের ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। মূল মালিক ধরেয়া মামুদের মৃত্যুর পর ওয়ারিশদের মধ্যে সম্পত্তি নিয়ে বিরোধ দেখা দেয়। একপর্যায়ে ১৯৭৪ সালে রংপুরের অস্থায়ী সাব-জজ আদালত বাদীদের পক্ষে রায় প্রদান করেন এবং ১৯৯১ সালে আদালতের নির্দেশে ওয়ারিশগণ দখল বুঝে নেন। পরবর্তীতে আরএস রেকর্ডও তাদের নামে সম্পন্ন হয়।

বক্তব্যে আরও বলা হয়, এর পরও সে সময় একটি প্রভাবশালী মহলের প্রায় অর্ধশত লোক জবরদখলের চেষ্টা চালায়। তারা জমি মসজিদের নামে দাবি করে কয়েক দফায় আদালতে মামলা করলেও সবগুলোতেই পরাজিত হয়। সর্বশেষ ২০২২ সালের ২২ সেপ্টেম্বর ডিক্রী রদের মামলাটিও আদালত খারিজ করে দেয়। এরপরও সম্প্রতি মসজিদের মোতাওয়াল্লি পরিচয়ে শিহাব হাসান রংপুরের যুগ্ন জজ (তৃতীয়) আদালতে মামলা (নং অন্য -১/২৪) দায়ের করে অস্থায়ী নিষেধাজ্ঞা চাইলে আদালত তা নাকচ করে দেন। কিন্তু আদালতের আদেশ অমান্য করে গত ৫ সেপ্টেম্বর পুনরায় জবর দখলের চেষ্টা চালায় বলে অভিযোগ করেন ভুক্তভোগীরা।

সংবাদ সম্মেলনে মুজাহিদুল ইসলাম আউয়াল আরও বলেন, “আমরা শান্তি-শৃঙ্খলা বজায় রাখার স্বার্থে স্থানীয়দের নিয়ে আলোচনার উদ্যোগ নিয়েছিলাম। কিন্তু শিহাব হাসান ও তার অনুসারীরা আমাদের বিরুদ্ধে মিথ্যা প্রচারণা চালাচ্ছে।” তিনি দাবি করেন, তাদের বিরুদ্ধে দায়ের করা সিআর ১১২/২৩ মামলাটি বর্তমানে তদন্তাধীন রয়েছে।

অভিযোগ করা হয়, শিহাব হাসান ও তার সহযোগীরা ভুক্তভোগী পরিবারের জমির ফসল কেটে নেওয়া, প্রাণনাশসহ বিভিন্ন ভয়ভীতি ও হুমকি দিয়ে যাচ্ছে। এতে ভুক্ত ভোগী পরিবারগুলো নিরাপত্তাহীনতায় রয়েছে।

আউয়াল প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর হস্তক্ষেপ কামনা করেছেন।


শাহজালাল শ্রাবণ, গঙ্গাচড়া (রংপুর)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *