একটি মহল খাগড়াছড়িতে পরিস্থিতি ঘোলাটে করার চেষ্টা করছে: স্বরাষ্ট্র উপদেষ্টা

একটি মহল খাগড়াছড়িতে পরিস্থিতি ঘোলাটে করার চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী।

সোমবার (২৯ সেপ্টেম্বর) ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) পাঁচটি থানার প্রশাসনিক কাম-ব্যারাক ভবন নির্মাণ কাজের উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে এ মন্তব্য করেন তিনি।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন, সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব চলছে এ উৎসব সফলভাবে সম্পন্ন করতে সরকার সব ধরনের প্রস্তুতি নিয়েছে। কিন্তু একটি মহল চাচ্ছে এ উৎসব যেন ভালোভাবে এবং ধর্মীয় উৎসাহ উদ্দীপনার সঙ্গে সম্পন্ন করতে না পারে। তারাই খাগড়াছড়িতে পরিস্থিতি ঘোলাটে করার চেষ্টা করছে।

ভারতের ইন্ধনে বা ফ্যাসিস্টদের ইন্ধনে এ ধরনের ঘটনা হচ্ছে এমন অভিযোগ আমলে নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন সরকার সতর্ক আছে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবেলায়। এ সময় ষড়যন্ত্র প্রতিহত করতে সবার সহযোগীতা চান স্বরাষ্ট্র উপদেষ্টা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *