গঙ্গাচড়া বাজারে মাছ ব্যবসায়ীদের ধর্মঘট

রংপুরের গঙ্গাচড়ার প্রধান মাছের বাজারে টানা দুই দিন ধরে অচলাবস্থা বিরাজ করছে। প্রতিদিনের মতো দোকানপাট খোলা না থাকায় চারপাশে নেই মাছের হাঁকডাক বা ক্রেতার ভিড়। অভিযোগ, নির্ধারিত বাজারের বাইরে রাস্তার ধারে অবৈধভাবে মাছ বিক্রি করায় লোকসানে পড়েছেন নিয়মিত ব্যবসায়ীরা। এর প্রতিবাদেই ধর্মঘটে নেমেছেন তারা। ফলে বিপাকে পড়েছেন সাধারণ ক্রেতারা।

বৃহস্পতিবার (২ অক্টোবর) সরেজমিনে দেখা যায় দোকানপাট ফাঁকা, নেই আগের মতো হাঁকডাক। ধর্মঘটে গুটিয়ে বসে আছেন ব্যবসায়ীরা।

ব্যবসায়ী আমিনুর ইসলাম বলেন, “আমরা নিয়ম মেনে দোকান বসাই, খাজনা দিই। অথচ অনেকে বাইরে অবৈধভাবে মাছ বিক্রি করে লাভ করছে। এতে আমাদের ক্ষতি হচ্ছে।”
আরেক মাছ ব্যবসায়ী রুবেল মিয়া বলেন, “এভাবে চলতে থাকলে আমরা টিকতে পারব না। তাই বাধ্য হয়ে ধর্মঘটে নেমেছি।”

বাজারে মাছ না থাকায় সবচেয়ে ভোগান্তিতে পড়েছেন সাধারণ ক্রেতারা। ধামুর এলাকার মনরঞ্জন রায় বলেন, “আমাদের পূজা চলছে। বাড়ীতে আত্মীয় আসছে। মাছ কিনতে আসি দেখি দোকান বন্ধ। মাংস কিনার মতো টাকাও নেই।”

বাজার কমিটির সভাপতি নওফেল আলী জানান, “সমস্যার সমাধান প্রশাসনের হস্তক্ষেপ ছাড়া সম্ভব নয়। অবৈধ বিক্রি বন্ধ করতে কার্যকর পদক্ষেপ নিতে হবে।”
উপজেলা নির্বাহী অফিসার মাহমুদ হাসান মৃধা বলেন, “অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে। দ্রুত সমাধান করা হবে।”

অবৈধদোকান #সাধারণ মানুষের_ভোগান্তি

শাহজালাল শ্রাবণ, গঙ্গাচড়া (রংপুর)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *