দেয়াল কেটে জুয়েলারি দোকান থেকে ১২৫ ভরি স্বর্ণালংকার চুরি

রাজধানী ঢাকার যাত্রাবাড়ী এলাকায় একটি জুয়েলারি দোকান থেকে প্রায় ১২৫ ভরি স্বর্ণালংকার ও পৌনে তিন লাখ টাকা চুরির ঘটনা ঘটেছে। গত ৫ অক্টোবর দিবাগত রাতে যাত্রাবাড়ী চৌরাস্তা মোড় সংলগ্ন হাজী রায়হান সুপার মার্কেটের দ্বিতীয় তলায় লিলি গোল্ড হাউজ নামের একটি জুয়েলারি দোকানের দেয়াল কেটে এই চুরির ঘটনা ঘটেছে।

এ ঘটনায় মঙ্গলবার (৭ অক্টোবর) যাত্রাবাড়ী থানায় মামলা দায়ের করেছেন দোকান মালিক জাকির হোসেন।

এজাহারে সূত্রে জানা যায়, গত ৫ অক্টোবর রাতে প্রতিদিনের মতো দোকান বন্ধ করে বাসায় যান তিনি। পরদিন সকালে এসে দেখেন পাশের দোকানের দেয়াল কেটে শোকেজ থেকে প্রায় ১২৫ ভরি স্বর্ণালংকার এবং ক্যাশবাক্সে থাকা পৌনে তিন লাখ টাকা নিয়ে গেছে।

দোকানের উত্তর পাশে দেয়ালের নিচের অংশ ভাঙা অবস্থায় পাওয়া গেছে। ভেতরে প্রবেশ করে পাকা দেয়াল কাটার নানা ধরনের সরঞ্জাম পাওয়া গেছে বলেও উল্লেখ করেছেন দোকান মালিক।

এজাহারে আরও বলা হয়, দুই মাস আগে পাশের দোকানটি অজ্ঞাতনামা ৩-৪ ব্যক্তি শহিদুল ইসলাম রতনের কাছ থেকে থ্রিপিস ব্যবসার নামে ভাড়া নেয়। জাকির হোসেনের ধারণা, তারাই পূর্বপরিকল্পিতভাবে দেয়াল কেটে দোকানের ভেতরে গিয়ে এই স্বর্ণালংকার ও টাকা চুরির ঘটনা ঘটিয়েছে।

এ ব্যাপারে মামলার তদন্ত কর্মকর্তা যাত্রাবাড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) সালাউদ্দিন বলেছেন, কাপড়ের ব্যবসার নামে পাশের দোকান ভাড়া নেয়া ব্যক্তিদের শনাক্ত করার চেষ্টা করা হচ্ছে। ভুয়া কাগজপত্র দিয়ে দোকান ভাড়া নিয়েছিল তারা। সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে তাদের শনাক্ত ও গ্রেপ্তারের জন্য অভিযান চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *