ফেব্রুয়ারির প্রথম সপ্তাহেই নির্বাচন: শফিকুল আলম

অন্তর্বর্তী সরকার নির্বাচনের ব্যাপারে প্রতিশ্রুতিবদ্ধ। জাতীয় নির্বাচন ফেব্রুয়ারির প্রথম সপ্তাহেই অনুষ্ঠিত হবে। সরকার সেই লক্ষ্যে কাজ করে যাচ্ছে। এ বিষয়ে যত সংশয় ছিল সব ধুয়ে-মুছে কেটে গেছে। এখন জাতি নির্বাচনের জন্য প্রস্তুত বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম ।

শুক্রবার (১০ অক্টোবর) বিকালে ময়মনসিংহ প্রেস ক্লাবে সাংবাদিকদের সঙ্গে সৌজন্য সাক্ষাতকালে তিনি এসব কথা বলেন। এ সময় ময়মনসিংহ প্রেস ক্লাবের সহ-সভাপতি মো. নওয়াব আলী, সাধারণ সম্পাদক সাইফুল ইসলামসহ প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

তিনি বলেন, জুলাই সনদ নিয়ে রাজনৈতিক দলগুলো অনেক কথা বলেছেন। জুলাই সনদ নিয়ে সব দল একমত হয়েছে। খুব দ্রুত রাজনৈতিক দলগুলো বসে ঠিক করে ফেলবে।

প্রেস সচিব বলেন, আগামী ১৫ অক্টোবর জুলাই সনদ সই করার একটা ঘোষণা এসেছে। সই হওয়ার পর দেশের সব রাজনৈতিক দল নির্বাচনের জন্য প্রস্তুতি নেবে। ইতোমধ্যে কয়েকটি দল মনোনয়ন ঘোষণা করেছে। বাংলাদেশ সুস্থধারার রাজনীতির মাধ্যমে নবযাত্রা শুরু করবে।

তিনি বলেন, পূর্বের নির্বাচনগুলো ছিল ফেইক নির্বাচন; কিন্তু এবার নির্বাচন হবে ফ্রি এবং ফেয়ার নির্বাচন। বাংলাদেশে যতগুলো নির্বাচন হয়েছে এটা হবে বেস্ট নির্বাচন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *