সীমান্ত জুড়ে সংঘর্ষ: ২০০ তালেবান সদস্য নিহতের দাবি পাকিস্তানের

১২ অক্টোবর আফগানিস্তান-পাকিস্তান সীমান্তের কাছে শোরাবাক জেলায় তালেবান নিরাপত্তা কর্মীরা টহল দিচ্ছেন। ছবি : এএফপি
রাতভর সীমান্ত সংঘর্ষে আফগানিস্তানের তালেবান ও তাদের সহযোগী সংগঠনের ২০০ যোদ্ধা নিহত হয়েছে বলে রবিবার দাবি করেছে পাকিস্তান সেনাবাহিনী। এ সময় নিজেদের ২৩ জন সেনা নিহত হয়েছে বলেও স্বীকার করে পাকিস্তান।

পাকিস্তান সেনাবাহিনী এক বিবৃতিতে জানায়, তালেবান শিবির, চেকপোস্ট এবং প্রশিক্ষণ কেন্দ্রগুলোতে গুলিবর্ষণ এবং হামলার পাশাপাশি স্থল অভিযান চালানো হয়।

বিবৃতিতে আরো বলা হয়, এ সময় আমাদের ২৩ জন সেনা ‘শহীদ’ হয়েছেন এবং আহত হয়েছেন আরো ২৯ জন।

অন্যদিকে তালেবান ও তাদের সহযোগী সংগঠনের দুই শতাধিক ‘সন্ত্রাসী’কে হত্যা করা হয়েছে।

এর আগে তালেবান সরকারের মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ রবিবার বলেছেন, সংঘর্ষে ৫৮ জন পাকিস্তানি সেনা নিহত ও প্রায় ৩০ জন আহত হয়েছে এবং তালেবান বাহিনীর ৯ জন সদস্য নিহত হয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *