১৩টি ড্রেজারে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগ আ.লীগ-বিএনপি নেতাদের বিরুদ্ধে

লক্ষ্মীপুরের রায়পুর উপজেলাধীন ২ নং উত্তর চরবংশী ইউনিয়নের ২ নং ওয়ার্ডের চান্দারখাল মাছঘাট এলাকায় দিনরাত অবৈধ বালু উত্তোলনের মহোৎসব চলছে।

স্থানীয়দের অভিযোগ, পুরান বেড়ী থেকে চান্দার খাল পর্যন্ত অন্তত ১৩টি ড্রেজার মেশিন দিয়ে প্রতিদিন বালু উত্তোলন করা হচ্ছে। এসব বালু ট্রাকে করে বিভিন্ন নির্মাণ প্রকল্পে বিক্রি হচ্ছে বলে অভিযোগ রয়েছে। এতে নদীর পাড় ও আশপাশের কৃষিজমি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে।

এলাকাবাসীর অভিযোগ, এসব ড্রেজার পরিচালনা করছেন এলাকার প্রভাবশালী রাজনৈতিক নেতারা। তাদের মধ্যে বিএনপি নেতা মেহেদী কবিরাজ, শামীম গাজী, মোহাম্মদ আলী খান, এল এম সোহাগ এবং স্থানীয় আওয়ামী লীগ নেতা মিলন সর্দার ও শিমুল লস্কর–এর নাম উঠে এসেছে।

স্থানীয় এক কৃষক বলেন, ‘দিনরাত বালু তোলার কারণে খালের পাড় ভেঙে আমাদের ফসলি জমি নদীতে বিলীন হয়ে যাচ্ছে। কেউ প্রতিবাদ করলে হুমকি দেওয়া হয়।’

স্থানীয়রা জানান, সংবাদ মাধ্যমে প্রতিবেদন প্রকাশের পর প্রশাসনের ভয়ে কিছুদিন বালু উত্তোলন বন্ধ থাকলেও অল্প সময়ের মধ্যেই আবার শুরু হয় কর্মকাণ্ড। এলাকাবাসী প্রশাসনের কঠোর নজরদারি ও স্থায়ী পদক্ষেপ দাবি করেছেন, যাতে এসব অবৈধ ড্রেজার বন্ধ করে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়।

এদিকে অভিযুক্তরা অভিযোগ অস্বীকার করে বলেন, ‘আমরা কোনো অবৈধ বালু উত্তোলনের সঙ্গে জড়িত নই। একটি মহল রাজনৈতিকভাবে আমাদের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে।’

এ বিষয়ে রায়পুর উপজেলার নবাগত নির্বাহী অফিসার মেহেদি হাসান কাউছার বলেন, ‘আমার উপজেলায় কোনো অবৈধ বালু উত্তোলন চলবে না। তদন্ত সাপেক্ষে খুব দ্রুত বালু উত্তোলন বন্ধ করা হবে এবং দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *