মেয়েদের ৬ হলে এগিয়ে শিবির, ছাত্রদলে কত?

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনে মেয়েদের ছয়টি হলে প্রাথমিক ফলাফলে ভিপি (সহ-সভাপতি) ও এজিএস (সহ-সাধারণ সম্পাদক) পদে এগিয়ে আছেন ছাত্রশিবির-সমর্থিত ‘সম্মিলিত শিক্ষার্থী জোট’ প্যানেলের প্রার্থীরা।

তবে জিএস (সাধারণ সম্পাদক) পদে বিপুল ব্যবধানে এগিয়ে আছেন ‘আধিপত্যবিরোধী ঐক্য’ প্যানেলের প্রার্থী সালাহউদ্দিন আম্মার।

বৃহস্পতিবার (১৬ অক্টোবর) রাত ২টার দিকে বিশ্ববিদ্যালয়ের কাজী নজরুল ইসলাম মিলনায়তনে ষষ্ঠ হল হিসেবে জুলাই-৩৬ হলের ফলাফল ঘোষণার মধ্য দিয়ে মেয়েদের ছয়টি হলের ফলাফল অনানুষ্ঠানিকভাবে শেষ হয়।

মেয়েদের ছয়টি হলের অনানুষ্ঠানিক ফল অনুযায়ী, ভিপি পদে ছাত্রশিবির-সমর্থিত প্যানেলের প্রার্থী মোস্তাকুর রহমান জাহিদ ৪ হাজার ২৫৭ ভোট পেয়ে এগিয়ে আছেন। একই প্যানেলের এজিএস প্রার্থী এস এম সালমান ২ হাজার ২৯৯ ভোট পেয়ে এগিয়ে আছেন।

তবে জিএস পদে ছয়টি হলের ফলাফলে বড় ব্যবধানে এগিয়ে আছেন ‘আধিপত্যবিরোধী ঐক্য’ প্যানেলের জিএস প্রার্থী সালাহউদ্দিন আম্মার। তিনি পেয়েছেন ৩ হাজার ৬৮৬ ভোট।

এ তিন পদের নিকটতম প্রতিদ্বন্দ্বীদের মধ্যে ছাত্রদল-সমর্থিত প্যানেলের ভিপি প্রার্থী শেখ নূর উদ্দীন আবীর পেয়েছেন ১ হাজার ২০৬ ভোট। জিএস পদে ছাত্রশিবির-সমর্থিত প্যানেলের ফজলে মো. ফাহিম রেজা পেয়েছেন ২ হাজার ২৪৯ ভোট। অন্যদিকে এজিএস পদে নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদল-সমর্থিত প্যানেলের জাহিন বিশ্বাস এষা পেয়েছেন ১ হাজার ৭০৭ ভোট।

মেয়েদের ছয়টি হলের মধ্যে রয়েছে- মন্নুজান, বেগম রোকেয়া, তাপসী রাবেয়া, বেগম খালেদা জিয়া, রহমতুন্নেসা ও জুলাই-৩৬ হল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *