মুনিরীয়ার পীর মনিরুল্লাহর নির্দেশে পরিবেশ আইন অমান্য করে ৬২ গণ্ডা জমির উপর পুকুর ভরাটের অভিযোগে পরিবেশ আইনের বিধান অনুসারে প্রায় (৭ লক্ষ ১৮ হাজার ৭৪০) টাকা জরিমানা আরোপ করেন পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম জেলা।
জানা যায়,গত ৭ আগস্ট রুনা আহমদ নামে এক নারী পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম জেলা কার্যালয়ের এই বিষয়ে মনিরুল্লাহসহ ২৮ জনের নামে অভিযোগ দায়ের করেন। এতে বলা হয় রাউজানের উত্তর গুজরা মৌজার আর এস ৯৯৬/৯৯৭/৯৯৮/৯৯৯ নং খতিয়ানের দাগ ও বিএস ১২০৯ নং খতিয়ানের দাগের ৬২ গণ্ডা বা ১৪০ শতক পুকুর ও পুকুর পাড়টি অবস্থিত। বর্তমানে পুকুরটি ভরাট করা অবস্থায় রয়েছে। তপশীলে পুকুরটি বহু ব্যক্তির মালিকী এজমালী পুকুর, যার পশ্চিম ও উত্তর পাড়ে কবরস্থান ও শত শত সুফলা নিষ্ফলা বৃক্ষাদি ছিল। কিন্তু ভরাটকারীরা হঠাৎ সকল মালিকের অগোচরে বেআইনী অস্ত্রের মুখে শত শত গাছ কেটে নিয়ে যায়।আর ট্রাকে ট্রাকে পাহাড়কাটা মাটি এনে পুকুর ভরাট করে।
এ বিষয়ে পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আশরাফ উদ্দিন বলেন, অভিযোগের প্রেক্ষিতে আমরা ওই এলাকা পরিদর্শন করে পুকুর ভরাটের সত্যতা পেয়ে তদন্ত রিপোর্ট করি, পরবর্তীতে
পরিবেশ সংরক্ষণ আইন এনফোর্সমেন্ট মামলা ৭০/২৫ আওতায় বিবাদীর বিরুদ্ধে অর্থদন্ডে সাব্যস্ত করা হয়েছে।
