কুমিল্লা বিভাগের দাবিতে মহাসড়কে হাজারো মোটরসাইকেল নিয়ে শোভাযাত্রা

কুমিল্লা বিভাগের দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে হাজারো মোটরসাইকেল নিয়ে শোভাযাত্রা করেছে তরুণরা। শুক্রবার (১৭ অক্টোবর) মহাসড়কের কুমিল্লা পদুয়ার বাজার বিশ্বরোডস্থ হোটেল নুরজাহানের সামনে থেকে এই মোটরসাইকেল শোভাযাত্রা শুরু হয়।

জুমার নামাজের পর থেকেই কুমিল্লা নামে বিভাগের দাবিতে বিভিন্ন এলাকা থেকে দলে দলে মোটরসাইকেল শোভাযাত্রা নিয়ে পদুয়ার বাজার বিশ্বরোড এলাকায় জড়ো হয় তরুণরা। ঘণ্টাখানেকের মধ্যেই কয়েক হাজার বাইকারের মিলনমেলায় পরিণত হয় মহাসড়কের এই অংশটি।

সবার মুখে মুখে স্লোগান ‘দাবি মোদের একটাই, কুমিল্লার নামে বিভাগ চাই।’ কারো হাতে ও কারো বুকে জাতীয় পতাকা, কারও কণ্ঠে স্লোগান। এতে শোভাযাত্রা রূপ নেয় রঙিন উৎসবে।

মোটরসাইকেল শোভাযাত্রাকে স্বাগত জানিয়ে অনেকে দোকানপাটের সামনে দাঁড়িয়ে সব শ্রেণির মানুষ একাত্মতা প্রকাশ করে।

শোভাযাত্রায় অংশগ্রহণ করা তরুণরা জানান, প্রাচীন সমতট অঞ্চলের রাজধানী ছিল কুমিল্লা। হাজারো ঐতিহ্যে ভরা কুমিল্লা যখনই বিভাগের ঘোষণার দ্বারপ্রান্তে যায় তখনই নানান মহল থেকে ষড়যন্ত্র শুরু হয়। নোয়াখালীসহ বৃহত্তর কুমিল্লার ৬টি জেলার বিভিন্ন দপ্তরের ৪২টি আঞ্চলিক কার্যালয় কুমিল্লায় অবস্থিত। অবিলম্বে কুমিল্লা নামে বিভাগ দিতে হবে।

অপরদিকে কুমিল্লা বিভাগ বাস্তবায়নের দাবিতে শনিবার (১৮ অক্টোবর) দুপুরে কুমিল্লা নগরীতে সমাবেশের আয়োজন করা হয়েছে। তাতে জেলার সর্বস্তরের মানুষ অংশ নেবেন বলে আশা আয়োজকদের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *