আহত যোদ্ধা ও শহীদ পরিবারের কাছে সালাহউদ্দিনকে ক্ষমা চাওয়ার আহ্বান নাহিদের

জুলাই যোদ্ধাদের নামে আওয়ামী ফ্যাসিস্ট বাহিনী সংসদ এলাকায় বিশৃঙ্খলা করেছে- বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদের এমন মন্তব্যের তীব্র নিন্দা জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।

শনিবার (১৮ অক্টোবর) রাজধানীর বাংলামোটরে এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ নিন্দা জানান নাহিদ। সেইসঙ্গে আহত যোদ্ধা ও শহীদ পরিবারের কাছে সালাহউদ্দিন আহমদকে ক্ষমা চাওয়ার আহ্বানও জানিয়েছেন।

নাহিদ বলেন, হয়তো ভুলবসত বা তথ্য না থাকার কারণে সালাহউদ্দিন আহমদ এমনটা বলেছেন। জুলাই অভ্যুত্থানের সময় সালাহউদ্দিন আহমদ দেশে ছিলেন না, রাজপথে ছিলেন না। তিনি জানেন না কে রাজপথে ছিল, কারা লড়াই করেছিল, কারা বুলেটের সামনে গিয়ে দাড়িয়েছিল। আতিকুল গাজী- যার হাত কাটা গিয়েছিল, তাকে যখন ফ্যাসিস্টের দোসর বলা হয়, যখন শহীদ মীর মুগ্ধের বাবাকে আওয়ামী ফ্যাসিস্টের দোসর বলা হয়- তাদের যে কোন দাবির প্রেক্ষিতে, সেটা আমাদের জন্য খুবই কষ্টের, খুবই বেদনাদায়ক।

বক্তব্যের শেষে সালাহউদ্দিন আহমদকে তার ওই বক্তব্য প্রত্যাহার করে আহত যোদ্ধা ও শহীদ পরিবারের কাছে তাকে ক্ষমা চাওয়ার আহ্বান জানান এনসিপি নেতা নাহিদ।

বিএনপি ক্ষমতায় আসলে জামায়াতকে আইন করে নিষিদ্ধ করার সুযোগ নিতে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *