আব্দুল্লাহ আল নাঈম, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়:গাজীপুরের কালিয়াকৈরে এক মাদ্রাসা ছাত্রীকে অপহরণ করে দলবদ্ধ ধর্ষণের প্রতিবাদে মানববন্ধন করেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। তারা অভিযুক্ত ব্যক্তিদের সর্বোচ্চ শাস্তি এবং সরকারকে কার্যকর পদক্ষেপ নেয়ার দাবি জানান।
মঙ্গলবার (২১ অক্টোবর) দুপুর ২টার দিকে বিশ্ববিদ্যালয়ের বুদ্ধিজীবী চত্বরে মানববন্ধন করেন ইসলামি ছাত্রসংস্থার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা। সেখানে তাদের সঙ্গে উপস্থিত ছিলেন সাধারণ নারী শিক্ষার্থীরাও।
মানববন্ধন কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রীসংস্থার সেক্রেটারি ও চাকসুর নবনির্বাচিত ছাত্রী কল্যাণ বিষয়ক সম্পাদক নাহিমা আক্তার দ্বীপা, সংগঠনটির প্রচার বিভাগীয় সম্পাদিকা উমাইমা শিবলী লিমা, চাকসুর প্রীতিলতা হল সংসদের সমাজসেবা, পরিবেশ ও মানবাধিকার বিষয়ক সম্পাদক কুলসোন খাতুন, এ ছাড়া ইসলামি ছাত্রী সংস্থার সদস্য তাওফিকা আক্তার ও আবিদা সুলতানাসহ বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষার্থীরা।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (চাকসু) নবনির্বাচিত ছাত্রী কল্যাণ বিষয়ক সম্পাদক ও বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রীসংস্থার সেক্রেটারি নাহিমা আক্তার দ্বীপা বলেন, আমাদের এই দেশ একটি স্বাধীন রাষ্ট্র হওয়ার পরেও এখানে এখনো নারীরা নিরাপদ নয়। যারা ধর্ষণের শিকার হচ্ছে তাদের শক্তিশালী কোনো বিচার করা হচ্ছে না। ৫-৭ বছর বছর পেরিয়ে গেলেও বিচার পাচ্ছে না ভুক্তভোগীরা। বিচারকার্যের দীর্ঘসূত্রিতা বন্ধ করে জরুরি পদক্ষেপ নেওয়ার দাবি জানান তিনি।
নারীদের সুরক্ষা নিশ্চিত করা কোনো দয়া নয় উল্লেখ করে নাহিমা আক্তার দ্বীপা আরো বলেন, আমরা একটি নিরাপদ ও সুরক্ষিত রাষ্ট্র চাই। যেখানে নারীদের ব্যক্তিগত ও সামাজিক নিরাপত্তা ক্ষুণ্ন হবেনা। শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে নারীদের নিরাপত্তা নিশ্চিত করা সরকারের দায়িত্ব। কোনো নারী ঘর থেকে বাহির হচ্ছে কিন্তু তাদের নিরাপত্তা নিশ্চিত করতে পারছে না সরকার। নারীদের নিরাপত্তা, সুরক্ষা ও মানবাধিকার নিশ্চিত করা কোনো দয়া নয়, এটা আমাদের (নারীদের) অধিকার।
আগামীর বাংলাদেশে অনিরাপদ কোনো পরিস্থিতির মধ্য দিয়ে যেতে চাই না উল্লেখ করে সংগঠনটির প্রচার বিভাগীয় সম্পাদিকা উমাইমা শিবলী লিমা বলেন, আমরা চাই আগামীতে বিচার না পেয়ে আর কোনো নারীদের নিদারুণ কষ্ট করে গুমরে মরতে না হয়। আগামীর বাংলাদেশে আমরা কোনো অনিরাপদ পরিস্থিতির মধ্যদিকে যেতে চাই না। সরকারকে অপরাধীদের পক্ষে কোনো ধরনের সহযোগিতা ছাড়া তাদের বিরুদ্ধে যথাযথ আইনি পদক্ষেপ গ্রহণের জোর দাবি জানান তিনি।
হিজাবধারী ছাত্রীর ব্যাপারে মিডিয়াগুলো খুব একটা সরব নয় উল্লেখ করে চাকসুর প্রীতিলতা হল সংসদের সমাজসেবা, পরিবেশ ও মানবাধিকার বিষয়ক সম্পাদক কুলসোন খাতুন বলেন, দেশের সাধারণ কোনো নারীর ধর্ষণের ব্যাপারে মিডিয়া যতটুকু সোচ্চার ভূমিকা পালন করে কিন্তু একজন মাদ্রাসাছাত্রী তথা হিজাবধারী ছাত্রীর ব্যাপারে মিডিয়াগুলো ততটুকু সরব নয়। আমরা উদ্বিগ্ন মিডিয়ার এমন দ্বিচারিতার ব্যাপারে। মিডিয়ার প্রতি আহ্বান জানাই, স্বচ্ছতা ও জবাবদিহিমূলক সংবাদ পরিবেশন করে নিজেদের মর্যাদা ক্ষুণ্ন রাখবে।
ছাত্রীসংস্থার সদস্য আবিদা সুলতানা বলেন, মিডিয়া কর্তৃক ধর্ষণকারীর পরিচয় প্রকাশের দিকে গুরুত্ব না দিয়ে ধর্ষিতা নারীর নাম প্রকাশ এবং তার পরিচয় দেশবাসীর সামনে পরিবেশনের ব্যাপারে তীব্র নিন্দা জানাচ্ছি। তিনি আরো বলেন, সরকারের প্রতি দাবি জানাচ্ছি প্রান্তিক পর্যায়ের নারীদের সুরক্ষা ও সর্বস্তরের নারীদের নিরাপত্তা নিশ্চিত করুন।
