বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির আশুলিয়া আদর্শ থানা শাখার উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে ‘সীরাত পাঠ প্রতিযোগিতা ২০২৫’-এর পুরস্কার বিতরণী অনুষ্ঠান। তরুণ প্রজন্মের মধ্যে প্রিয়নবী হযরত মুহাম্মদ ﷺ-এর আদর্শ ও জীবনবোধ ছড়িয়ে দিতে এই প্রতিযোগিতার আয়োজন করা হয়।
অনুষ্ঠানের উদ্বোধনী বক্তব্য রাখেন আশুলিয়া আদর্শ থানা ইসলামী ছাত্রশিবিরের সভাপতি শাহাদাত হোসেন। তিনি বলেন, “সীরাত পাঠ কেবল জ্ঞানার্জনের বিষয় নয়, এটি চরিত্র গঠনের ও সমাজ পরিবর্তনের ভিত্তি।”
অনুষ্ঠানটি উপস্থাপনা করেন থানা সাংগঠনিক সম্পাদক রাজীব ভূঁইয়া, যিনি প্রাণবন্ত সঞ্চালনার মাধ্যমে পুরো প্রোগ্রামকে সাবলীলভাবে সম্পন্ন করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা উত্তর ছাত্রশিবিরের সভাপতি আবু সুফিয়ান। তিনি তাঁর বক্তব্যে বলেন, “নবীজীর ﷺ জীবনধারা আমাদের ব্যক্তিজীবন ও সমাজজীবনের জন্য সর্বোত্তম দিকনির্দেশনা।”
প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট আলেম ও গবেষক শায়খ আবু নাঈম হাফিজাহুল্লাহ। তিনি বলেন, “নবীজীর ﷺ সীরাত অধ্যয়ন তরুণদের হৃদয়ে ঈমান ও নৈতিকতার শিকড়কে আরও দৃঢ় করে তোলে।”
এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্রশিবির, ঢাকা জেলা উত্তরের সাবেক সভাপতি বশির আহমেদ, যিনি সংগঠনের ঐতিহ্য ও দায়িত্ববোধ নিয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন।
পুরো অনুষ্ঠানজুড়ে ছিল সীরাতের আলোয় আলোকিত এক মননশীল পরিবেশ। প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মধ্যে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ। উপস্থিত নেতৃবৃন্দ ও শিক্ষার্থীরা নবীজীর ﷺ আদর্শে পরিচালিত জীবন গঠনের অঙ্গীকার ব্যক্ত করেন।
