সোনাগাজী উপজেলার মঙ্গলকান্দিতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত এক সনাতন ধর্মাবলম্বী পরিবারের পাশে দাঁড়িয়েছেন ফেনী-৩ (দাগনভূঁঞা-সোনাগাজী) আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী ডা. মো. ফখরুদ্দিন মানিক।
উপজেলার ৩ নম্বর মঙ্গলকান্দি ইউনিয়নের লক্ষীপুর সাত বাড়িয়া গ্রামের বাসিন্দা রুপসী বসাকের ঘর সম্প্রতি ভয়াবহ অগ্নিকাণ্ডে সম্পূর্ণভাবে পুড়ে যায়। শুক্রবার (২৪ অক্টোবর) সকালে স্থানীয় জামায়াতের নেতাদের সঙ্গে নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের সান্তনা দেন ও আর্থিক সহায়তা দেন ডা. মানিক।
এসময় তিনি ক্ষতিগ্রস্ত পরিবারের প্রতি সমবেদনা জানান। পাশাপাশি ভবিষ্যতে যে কোনো প্রয়োজনে পাশে থাকার আশ্বাস দেন।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের আমির মাওলানা মো. মোস্তফা, ইউনিয়ন জামায়াতের আমির মাওলানা নুরুল ইসলাম, আইবিএফ ফেনী শহর সেক্রেটারি ফখরুল ইসলাম, ওয়ার্ড সভাপতি আব্দুল্লাহসহ স্থানীয় নেতারা।
