কিশোরগঞ্জের ইটনায় শৈলেন চন্দ্র দাস নামে এক আওয়ামী লীগ নেতা গ্রেপ্তারের পর মিষ্টি বিতরণ করেছেন স্থানীয়রা।
গতকাল রোববার (২৬ অক্টোবর) বিকেলে ধনপুর বাজারে তার গ্রেপ্তারের খবর ছড়িয়ে পড়তেই এলাকাবাসী মিষ্টি বিলিয়ে আনন্দ মিছিল করেন।
এর আগে, শনিবার (২৫ অক্টোবর) রাতে ইটনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাফর ইকবালের নেতৃত্বে পুলিশ ধনপুর বাজার থেকে তাকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তার শৈলেন চন্দ্র দাস উপজেলার ধনপুর ইউনিয়নের কাঠইর গ্ৰামের গৌর মোহন দাসের ছেলে ও ধনপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি।
ধনপুর ইউনিয়নের বাসিন্দা আসাদুজ্জামান খোকন মিয়া বলেছেন, আওয়ামী লীগ আমলে আওয়ামী লীগ নেতা শৈলনের অত্যাচার নির্যাতনে এলাকাবাসী অতিষ্ঠ হয়ে গেছে। পুলিশ গ্রেপ্তার হয়েছে এটা অনেক বড় খুশির খবর। এইজন্য সবাই মিষ্টি মুখ করলাম।
আরেকজন বাসিন্দা মো. নান্নু বলেছেন, ওসি সাহেবকে ধন্যবাদ আওয়ামী লীগের দোসর শৈলনকে গ্রেপ্তার করার জন্য। শৈলন আওয়ামী লীগের ক্ষমতা ব্যবহার করে জলমহল থেকে শুরু করে জমিজমা দখলসহ বিভিন্ন অপকর্ম করেছে। মানুষকে নির্যাতন করেছে।
এ বিষয়ে ইটনা থানার ওসি মো. জাফর ইকবাল বলেছেন, শৈলেন চন্দ্র দাসের বিরুদ্ধে ৬টি মামলা রয়েছে। তাকে গ্রেপ্তারের পর কারাগারে পাঠানো হয়েছে।
