আইইবিতে ষষ্ঠ অ্যানুয়াল পেপার মিটের লোগো ও ট্রফি উন্মোচন

ইঞ্জিনিয়ারিং ডিভিশনের উদ্যোগে আগামী ডিসেম্বর মাসে অনুষ্ঠিতব্য ষষ্ঠ অ্যানুয়াল পেপার মিট ২০২৫-এর লোগো ও ট্রফি উন্মোচন করা হয়েছে।

গতকাল রোববার সন্ধ্যা সাড়ে ৬টায় আইইবির রমনাস্থ সদর দপ্তরের পুরাতন ভবনের দ্বিতীয় তলার সেমিনার হলে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এতে প্রধান অতিথি ছিলেছেন—ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের প্রেসিডেন্ট ও রাজউকের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার রিয়াজুল ইসলাম রিজু।

ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিভিশনের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মো. মোতাহার হোসেনের সভাপতিত্বে এবং সম্পাদক ইঞ্জিনিয়ার উসামা উমায়ুন মনি চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন— সাউথইস্ট বিশ্ববিদ্যালয়ের প্রো ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোফাজ্জল হোসেন ও বুয়েটের ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রধান প্রফেসর ড. এ বি এম হারুন উর রশিদ।

প্রধান অতিথির বক্তব্যে ইঞ্জিনিয়ার রিয়াজুল ইসলাম রিজু বলেছেন, ‘ইঞ্জিনিয়ারদের গবেষণাধর্মী কাজে আরো বেশি এগিয়ে আসতে হবে। দেশে যত বেশি গবেষণা হবে, ততই দেশ এগিয়ে যাবে। আইইবিকে ইঞ্জিনিয়ারিং সেক্টরের নেতৃত্ব দিতে হবে।’

তিনি আরো বলেন, ‘ইলেকট্রিক্যাল ডিভিশন দীর্ঘদিন পর এমন গবেষণাধর্মী আয়োজনের যে উদ্যোগ নিয়েছে, তা প্রশংসনীয়।আশা করি, এই পেপার মিট অনুষ্ঠান দেশের বিদ্যুৎ খাতের নীতিনির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।’

সভাপতির বক্তব্যে ইঞ্জিনিয়ার মো. মোতাহার হোসেন বলেন, ‘বার্ষিক পেপার মিট অনুষ্ঠানে দেশ-বিদেশের বিভিন্ন পেশায় নিয়োজিত ইলেকট্রোমেকানিক্যাল ইঞ্জিনিয়াররা গবেষণালব্ধ প্রবন্ধ উপস্থাপন করবেন। আমরা আশা করছি, সেখানে হাজারেরও বেশি প্রফেশনাল ব্যক্তির মিলনমেলা ঘটবে।’

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন—আইইবির ভাইস প্রেসিডেন্ট (অ্যাডমিন অ্যান্ড ফাইন্যান্স) ইঞ্জিনিয়ার এ টি এম তানভীরুল হাসান তমাল, ঢাকা সেন্টারের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার হেলাল উদ্দিন তালুকদার, সেক্রেটারি ইঞ্জিনিয়ার কে. এম. আসাদুজ্জামান, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিভিশনের ভাইস প্রেসিডেন্ট ইঞ্জিনিয়ার মোহাম্মদ মনিরুল মাওলা, পেপার সাবমিশন উপকমিটির সদস্যসচিব ইঞ্জিনিয়ার হযরত আলী, মিডিয়া উপকমিটির সদস্যসচিব ইঞ্জিনিয়ার মো. নূর নবীসহ আরো অনেকে।

আয়োজকরা বলেন, ডিসেম্বরে অনুষ্ঠিতব্য ৬ষ্ঠ অ্যানুয়াল পেপার মিট ২০২৫-এ দেশ-বিদেশের প্রকৌশলীরা বিদ্যুৎ, জ্বালানি, প্রযুক্তি, ও টেকসই উন্নয়ন সংক্রান্ত গবেষণা প্রবন্ধ উপস্থাপন করবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *