শাপলা কলি প্রতীকে ৩০০ আসনে প্রার্থী দেবে এনসিপি : নাহিদ ইসলাম

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ‌‘শাপলা কলি’ প্রতীক নিয়ে নির্বাচন করবে এবং ৩০০ আসনে প্রার্থী দেবে বলে আশা প্রকাশ করেছেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম। চলতি মাসেই দলটি তাদের প্রার্থী তালিকা চূড়ান্ত করবে বলে জানান তিনি।

আজ মঙ্গলবার রাতে দেশবাসীর উদ্দেশে দেওয়া এক ভিডিওবার্তায় তিনি এ কথা জানান। নাহিদ বলেন, “গত জুন মাসে আমরা নির্বাচন কমিশনে নিবন্ধনের জন্য সব কাগজপত্র জমা দিই।

কিন্তু নির্বাচন কমিশন আমাদের প্রত্যাশিত মার্কা ‘শাপলা’ দিতে গড়িমসি করে। এরপর কয়েক মাস নির্বাচন কমিশনের সঙ্গে এনসিপিকে ঠাণ্ডা লড়াইয়ের মধ্য দিয়ে যেতে হয়।”তিনি বলেন, ‘অবশেষে এনসিপি শাপলা কলি প্রতীক পেয়েছে। এই পুরোটা সময় মানুষের পাশে থেকে আমরা মানুষের জন্য কাজ করেছি।

জুলাই পদযাত্রায় আমরা মানুষের দ্বারে দ্বারে গিয়েছি। মানুষের সাড়া পেয়েছি। তিনি বলেন, ‘আমরা জুলাই সনদের জন্য সারা দেশে সংস্কারের পক্ষে জনমত তৈরি করেছি। বিচারের জন্য আমরা কথা বলে যাচ্ছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *