বাগেরহাটের রামপালে সমাবেশ থেকে বাড়ি ফেরার পথে বাসচাপায় মোটরসাইকেল আরোহী বিএনপি’র তিন কর্মী নিহত হয়েছেন।
মঙ্গলবার (৪ নভেম্বর) সন্ধ্যায় খুলনা-মংলা মহাসড়কের বাগেরহাটের রামপাল উপজেলার বাবুরবাড়ি বেলাই ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন. রামপাল উপজেলার রাজনগর ইউনিয়ন বিএনপির কর্মী জামির ইজাদ্দার (৫০), মিজান ব্যাপারি (৪৫) ও হরিপদ রায় (৪০)।
এ ব্যাপারে জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ডক্টর শেখ ফরিদুল ইসলাম বলেন, বিএনপির সমাবেশ শেষ করে তারা শান্তিপূর্ণভাবে বাড়ি ফিরেছিল। পথিমধ্যে বেপরোয়া গতিতে চালানো বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে আমাদের তিন কর্মী নিহত হয়েছে। এটা খুবই দুঃখজনক এবং আমি খুবই ব্যথিত। নিহতের শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।
রামপাল থানার অফিসার্স ইনচার্জ (ওসি) মো. আতিকুর রহমান জানান, রামপাল উপজেলার ভাগা বালুর মাঠে বিএনপির এক সভাবেশ শেষে মোটরসাইকেল যোগে বাড়ির উদ্দেশ্যে ফিরছিলেন নিহতরা। সন্ধ্যায় বাবুরবাড়ি বেইলী ব্রিজ এলাকায় পৌঁছালে দ্রুতগতির একটি বাস মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেলে থাকা তিন আরোহী নিহত হন।
