সিনিয়র সাংবাদিক মাসুদ কামাল বলেছেন, বিএনপি তাদের মনোনয়নের একটি প্রাথমিক তালিকা তৈরি করেছে। প্রাথমিকভাবে দলটি ২৩৭ জন সম্ভাব্য প্রার্থীর নাম ঘোষণা করেছে। এই তালিকা নিয়ে আমি একটি ভিডিও তৈরি করেছিলাম। সেখানে আমি কিছু প্রশ্ন তুলেছিলাম—কেন প্রত্যন্ত অঞ্চলের যিনি এমপি হবেন, তিনি নিয়মিতভাবে ঢাকাতেই বসবাস করেন? আর বিএনপির এই মনোনয়ন প্রক্রিয়া কেমন হলো—এই মনোনয়ন দিয়ে কি তারা সত্যিই ক্ষমতায় যেতে পারবে? এসব বিষয় নিয়েই আমি আলোচনা করেছিলাম।
সেখানে এক দর্শক মন্তব্য করেছেন—‘নির্বাচন হলেও মানুষ ভোট দিতে যাবে না।’ সেখান থেকে কয়েকটি মন্তব্য নিয়ে আমি এই ভিডিওটি তৈরি করেছি।
বুধবার (৫ নভেম্বর) নিজের ইউটিউব চ্যানেলে এসব কথা বলেন।
মাসুদ কামাল বলেন, প্রথম মন্তব্যটি করেন কাজী মোহাম্মদ আলমগীর।
তিনি লেখেন, মাসুদ ভাই, চমৎকার আলোচনা করেছেন। আপনার বিশ্লেষণের সঙ্গে অনেকাংশে একমত হয়েও বলতে চাই—দীর্ঘ ১৭ বছর নির্বাচনের বাইরে থাকা একটি দলকে কতটা হিসাব-নিকেশ করে প্রার্থী বাছাই করতে হচ্ছে, তা আমরা বাইরে থেকে বুঝতে পারছি না। এর জবাবে মাসুদ কামাল বলেন, ‘ভাই আলমগীর সাহেব, আপনার সঙ্গে আমি সম্পূর্ণ একমত। এটা সত্যিই একটি কঠিন কাজ।
যে দলটি এতদিন ধরে নির্বাচনের বাইরে ছিল, তারা কাকে মনোনয়ন দেবে আর কাকে বাদ দেবে—সেটা নির্ধারণ করা সহজ নয়। তবে যত কঠিনই হোক না কেন, আমি তাদের কষ্টের চেয়ে বেশি ভাবছি সাধারণ মানুষের কথা। আমরা যারা ভোটার, যারা নাগরিক—তারা এই মনোনয়ন প্রক্রিয়া থেকে কী পাচ্ছি, সেটাই আমার মূল চিন্তা। আমি বিএনপির নেতাদের অবস্থান নয় বরং সাধারণ মানুষের স্বার্থ নিয়েই ভাবি। আমার বিশ্লেষণের কেন্দ্রবিন্দু সবসময় সাধারণ মানুষই।
