পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধি: রংপুর জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের অভিযানে পীরগঞ্জ উপজেলার পাঁচগাছী ইউনিয়নের এনায়েতপুর গ্রাম থেকে এক যুবককে গাঁজার গাছসহ গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারকৃত যুবকের নাম কামরুল হাসান (২০), পিতা সমেস উদ্দিন। অভিযান পরিচালনার সময় তার বাড়ি থেকে ১৭ ফিট ৪ ইঞ্চি লম্বা একটি গাঁজার গাছ উদ্ধার করে পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, স্থানীয়দের তথ্যের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করা হয়। ডিবি পুলিশের সফল অভিযানে এলাকায় স্বস্তি ফিরেছে বলে জানিয়েছে এলাকাবাসী।
এ বিষয়ে পুলিশের একজন কর্মকর্তা বলেন, “মাদকবিরোধী অভিযান আমাদের চলমান। কেউই ছাড় পাবে না।”
ডিবি পুলিশ জানিয়েছে, মাদকবিরোধী এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
