রংপুর প্রতিনিধি: রংপুর কারমাইকেল কলেজে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের উদ্যোগে নবীনবরণ ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। উক্ত কলেজ শহীদ মিনার প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে নবাগত শিক্ষার্থীদের বরণ করা হয় এবং মেধাবী শিক্ষার্থীদের সম্মাননা প্রদান করা হয়।
অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় আইন সম্পাদক আরমান হোসেন, রংপুর মহানগর জামায়াতের আমির এটিএম আজম খান, এবং জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সাবেক মহানগর আমির অধ্যাপক মাহবুবুর রহমান বেলাল।
অনুষ্ঠানে বক্তারা নবীন শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, ছাত্রজীবন হচ্ছে আদর্শ, নৈতিকতা ও জ্ঞানের আলোয় আলোকিত হওয়ার শ্রেষ্ঠ সময়। তারা নবীনদের ইসলামী আদর্শে গড়ে ওঠার আহ্বান জানান।
অনুষ্ঠানে কারমাইকেল কলেজের যেসব শিক্ষার্থী সিজিপিএ ৩.৫০ বা তার বেশি অর্জন করেছেন, তাদের ক্রেস্ট প্রদান করা হয়। এছাড়া, অনার্স প্রথম বর্ষে ভর্তি হওয়া নবীন শিক্ষার্থীদের মাঝে শিক্ষামূলক উপহার (গিফট প্যাক) বিতরণ করা হয়।
অনুষ্ঠানে রংপুর মহানগর জামায়াত-শিবিরের অন্যান্য নেতৃবৃন্দ, শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকেরাও উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে দোয়া ও মিলাদ মাহফিলের মাধ্যমে প্রোগ্রামের সমাপ্তি হয়।
