জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে মুন্সীগঞ্জে বিএনপির র‍্যালি অনুষ্ঠিত

মুন্সীগঞ্জ প্রতিনিধি: জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে মুন্সীগঞ্জ শহরে বর্ণাঢ্য র‍্যালি করেছে জেলা বিএনপির সদস্য সচিব এবং মুন্সীগঞ্জ-৩ (মুন্সীগঞ্জ সদর–গজারিয়া) আসনে ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী মো. মহিউদ্দিন। শুক্রবার বিকেল ৪টায় শহরের পুরাতন বাসস্ট্যান্ড এলাকা থেকে র‍্যালিটি শুরু হয়।

নেতাকর্মীদের ব্যানার-ফেস্টুন ও শ্লোগানে মুখর র‍্যালিটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে সুপারমার্কেট অঙ্কুরিত যুদ্ধ ১৯৭১ ভাস্কর্য প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। র‍্যালিতে জেলা ও উপজেলার বিভিন্ন ইউনিটের বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতাকর্মীরা অংশ নেন।

পরে সেখানে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, জাতীয় বিপ্লব ও সংহতি দিবস বাংলাদেশের ইতিহাসে গণতন্ত্র পুনরুদ্ধারের অন্যতম তাৎপর্যপূর্ণ দিন। বক্তারা বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, ভোটাধিকার পুনঃপ্রতিষ্ঠা এবং গণতন্ত্রের জন্য দলের ঐক্য ও আন্দোলনকে আরো বেগবান করার আহ্বান জানান।

সমাবেশে জেলা ও উপজেলা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা বক্তব্য রাখেন এবং মো. মহিউদ্দিনের নেতৃত্বে পরবর্তী রাজনৈতিক কর্মসূচি সফল করার অঙ্গীকার ব্যক্ত করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *