বালিয়াডাঙ্গীতে গণ অধিকার পরিষদের পথসভা অনুষ্ঠিত

ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী উপজেলার ১নং পারিয়া ইউনিয়নের বিভিন্ন গ্রাম, হাট-বাজার ও পারিয়া ইউনিয়ন পরিষদ মাঠে গণ অধিকার পরিষদের উদ্যোগে একাধিক পথসভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১০ নভেম্বর ) সোমবার দিনব্যাপী এসব পথসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি মোঃ ফারুক হাসান।

পথসভায় বক্তব্য রাখেন বালিয়াডাঙ্গী উপজেলা গণ অধিকার পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ রহিম উদ্দিন, সাধারণ সম্পাদক মোঃ আব্দুল বারেক, শেরে বাংলা বিশ্ববিদ্যালয় ছাত্র অধিকার পরিষদের সভাপতি মোস্তাফিজুর রহমান, ১নং পারিয়া ইউনিয়ন গণ অধিকার পরিষদের নবনির্বাচিত সভাপতি মোঃ আইয়ুব আলী ও সাধারণ সম্পাদক মোঃ হুমায়ুন কবির।

সিনিয়র সহ সভাপতি মোঃ ফারুক হাসান, বলেছেন,চাঁদ ওঠার পরেও যদি আপনারা জিজ্ঞাসা করেন ঈদ কোন দিন তাহলে কিভাবে হবে,
ঈদের চাঁদ উঠে গেছে আপনারা বুঝে নিয়েন।

এ সময় বক্তারা বর্তমান জাতীয় রাজনৈতিক অবস্থাসহ জনগণের অধিকার প্রতিষ্ঠার বিভিন্ন ইস্যু নিয়ে আলোচনা করেন। এছাড়াও তৃণমূল পর্যায়ে সংগঠনকে আরও শক্তিশালী ও গতিশীল করার আহ্বান জানানো হয়।

পথসভায় উপজেলা ও ইউনিয়ন গণ অধিকার পরিষদের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দসহ স্থানীয় জনগণ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *