খুলনার সোনাডাঙ্গা থানা এলাকায় আওয়ামী লীগের মিছিলের চেষ্টা ও লবণচরা থানা এলাকায় টায়ার পুড়িয়ে পালিয়ে গেছে দলটির নেতাকর্মীরা।
লবণচোরা থানা সূত্রে জানা যায়, বিশ্বরোড এলাকায় দুইটি মোটরসাইকেলে চারজন আওয়ামী লীগের নেতাকর্মী এসে টায়ার জালিয়ে স্লোগান দিতে থাকেন। এ সময় এলাকাবাসী চিৎকার করে মূল সড়কের দিকে আসতে শুরু করলে তারা পালিয়ে যান।
সোনাডাঙ্গা থানা সূত্রে জানা যায়, পাওয়ার হাউজ মোড়ে আওয়ামী লীগের নেতাকর্মীরা মিছিল করার চেষ্টা করেন। এ সময় স্থানীয়রা ধাওয়া দেন। তাৎক্ষণিক পুলিশ ঘটনাস্থলে এসে তিনজনকে আটক করে।
মঙ্গলবার (১১ নভেম্বর) রাত আনুমানিক ৯টায় লবণচরা ও সাড়ে ৯টায় সোনাডাঙা থানার পাওয়ার হাউজ এলাকায় এ ঘটনা ঘটেছে।
লবণচোরা থানার অফিসার ইনচার্জ হাওলাদার সানোয়ার হুসাইন মাসুম বলেন, টায়ার পুড়িয়ে অরাজকতা করতে চেয়েছিলো তারা। কিন্তু আমরা ঘটনাস্থলে আসার আগেই তারা পালিয়ে যায়। আমরা ঘটনাস্থলে রয়েছি।
এ বিষয়ে খুলনা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার রাশিদুল ইসলাম খান বলেন, তিনজনকে ঘটনাস্থল থেকে সন্দেহজনক হিসেবে আটক করা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ চলছে।
