জনমতের মূল্যায়ন নিশ্চিত করতে আগে গণভোট দিতে হবে: প্রিন্সিপাল ইকবাল হোসাইন

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য, জেলা জামায়াতের নায়েবে আমীর ও জামায়াত মনোনীত পাবনা-৫ (সদর উপজেলা) আসনের এমপি প্রার্থী প্রিন্সিপাল ইকবাল হুসাইন বলেছেন, জাতীয় নির্বাচনের আগে গণভোট দিতে হবে।

শুক্রবার (১৪ নভেম্বর) বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মসূচির আলোকে ৫ দফা দাবীতে পাবনায় বিক্ষোভ মিছিল ও সমাবেশে বক্তৃতাকালে এ কথা বলেন।

পাবনা জেলা জামায়াতের উদ্যোগে জাতীয় নির্বাচনের আগে গণভোটের দাবি ৮ দলের পাঁচ দফা দাবিতে দাবি বাস্তবায়নের লক্ষ্যে শুক্রবার বিকাল সাড়ে ৪ টায় পাবনা শহরের চাঁপা মসজিদ থেকে এক বিক্ষোভ বের হয়।মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রশিক্ষণ শেষে শহীদ চত্বরে এসে সমাবেশের রূপ নেয়।

পাবনা জেলা জামায়াতের সেক্রেটারি অধ্যাপক আব্দুল গাফফার খান এর সঞ্চালনায় সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন জেলা জামায়াতের নায়েবে আমির ও আটঘরিয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মাওলানা জহুরুল ইসলাম খান, পাবনা পৌর জামায়াতের আমির উপাধ্যক্ষ মাওলানা আব্দুল লতিফ, সদর উপজেলা জামায়াতের সেক্রেটারি ইব্রাহিম খলিল আইনুল প্রমুখ।

এছাড়াও উপস্থিত ছিলেন পাবনা সদর উপজেলা জামায়াতের আমির মাওলানা আব্দুর রব, নায়েবে আমীর খন্দকার জাকারিয়া হুসাইন, পৌর জামায়াতের সেক্রেটারি অধ্যাপক জাকির হোসেন, সহকারি সেক্রেটারি একরামুল হক, ৮ নং ওয়ার্ড জামায়াতের আমির মাওলানা আব্দুস সামাদ ৬ নং ওয়ার্ড জামায়াতের আমির অধ্যাপক রফিকুল ইসলাম ৭ নং ওয়ার্ড জামায়াতের আমির অধ্যাপক আব্দুল্লাহ।

প্রিন্সিপাল ইকবাল হোসাইন বলেন, ছাত্র জনতার আন্দোলনের ফসল হিসাবে জাতির আকাঙ্ক্ষা গণভোটের মাধ্যমে সংস্কার সাধনের চেষ্টা করা, এজন্য প্রয়োজন আগে গণভোট পরে নির্বাচন। জাতীয় নির্বাচন ও গণভোট একই সাথে হলে দেশের কোন কল্যাণ হবে না। ছাত্রজনতার আন্দোলন বিফলে যাবে। তিনি সরকারের প্রতি আহ্বান জানান জনমতের মূল্যায়ন নিশ্চিত করে আগে গণভোট পরে জাতীয় নির্বাচন করার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *