ঠাকুরগাঁও সীমান্তে মাদক ও মোটরসাইকেল সহ তিন ব্যবসায়ী আটক

বালিয়াডাঙ্গী ঠাকুরগাঁও প্রতিনিধি মোঃ আবু সুফিয়ান বাবু:

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলা অভিযান অভিযান চলাকালে তাদের কাছ থেকে ০৭ পিস ইয়াবা ট্যাবলেট,৪০০পিস নিষিদ্ধ ডেক্সামেথাসন ট্যাবলেট এবং ২টি মোটরসাইকেল জব্দ করা হয়।

(১৮ নভেম্বর) মঙ্গলবার রাত ১১টা ৩০ মিনিটে নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ঠাকুরগাঁও ব্যাটালিয়ান ( ৫০ বিজিবি) এর একটি বিশেষ টহল দল সীমান্তবর্তী উদয়পুর মাহাদ বস্তি এলাকায় অভিযান পরিচালনা করে তিন মাদক ব্যবসাহীকে আটক করেছে।

বিজিবি জানাই, সীমান্ত মেইন পিলার ৩৮১ থেকে প্রায় ২ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে এ অভিযান পরিচালনা করা হয়।

আটক ব্যক্তিরা হলেন, ৭নং আমজাখোর ইউনিয়নের বারাসা গ্রামের মৃত নুর মোহাম্মদের ছেলে, মোঃ রেজাউল করিম। মোড়ল বস্তি গ্রামের মৃত সাবের আলীর ছেলে মোহাম্মদ হাকিম উদ্দিন। বড় পলাশবাড়ী ইউনিয়নের প্যারোয়া গ্রামের মৃত আব্দুল মজিদের ছেলে, মোহাম্মদ আলী হোসেন।

পরবর্তীতে আটককৃতদেরকে জব্দকৃত মাদকদ্রব্য ও মোটরসাইকেল সহ থানায় হস্তান্তর করা হয়েছে বলে বিজিবি সূত্রে নিশ্চিত করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *