ভয়ংকর বিপদের মুখে কলকাতা, যেকোনো সময় মিশে যেতে পুরো শহর

ভারতের ঐতিহ্যবাহী নগরী কলকাতা ভয়ংকর ভূমিধস ঝুঁকির মুখে পড়ছে। গবেষণায় উঠে এসেছে—ধীরে ধীরে শহরটির বহু এলাকা প্রতিবছর কয়েক মিলিমিটার করে নিচে বসে যাচ্ছে, যা ভবিষ্যতে বড় ধরনের বিপর্যয় ডেকে আনতে পারে।

২০১৯ সালে বউবাজারে মেট্রো সুরঙ্গ নির্মাণের সময় ভূগর্ভস্থ পানিস্তর সরে গিয়ে বাড়ি ধসে পড়ার ঘটনাকে এই ঝুঁকির বড় সতর্কবার্তা হিসেবে দেখা হয়। কিন্তু পরবর্তী বছরগুলোতে শহরের ওপর চাপ আরও বেড়েছে।

সম্প্রতি নেচার পত্রিকায় প্রকাশিত একটি গবেষণায় বলা হয়, ভারতের পাঁচ মহানগরের মধ্যে মাটি ধসের ঝুঁকিতে কলকাতা শীর্ষে। উপগ্রহচিত্র বিশ্লেষণে দেখা গেছে—২০১৫ থেকে ২০২৩ সাল পর্যন্ত শহরের বহু জায়গায় ভূমি উল্লেখযোগ্যভাবে নিচে নেমে গেছে।

বিশেষজ্ঞরা বলছেন, কাদা ও পলিমাটির স্তরের নিচে থাকা ঝুরঝুরে মাটি কলকাতাকে আরও দুর্বল করছে। অধিকাংশ বহুতলের পাইলিং ২০–২৫ মিটারের বেশি নয়—যা এই ধরনের নরম মাটির জন্য খুবই ঝুঁকিপূর্ণ।

এর সঙ্গে যুক্ত হয়েছে অতিরিক্ত ভূগর্ভস্থ পানি উত্তোলন। পানি সরে গিয়ে মাটির নিচে শূন্যতা তৈরি হচ্ছে, যা ভবন ধসের ঝুঁকি বাড়াচ্ছে। ইতোমধ্যে কলকাতা পৌরসভা প্রায় ৩০০ ভবনকে ‘অতিমাত্রায় ঝুঁকিপূর্ণ’ হিসেবে তালিকাভুক্ত করেছে।

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক পার্থ প্রীতম বিশ্বাস সতর্ক করে বলেন, ভূগর্ভস্থ পানি উত্তোলন বন্ধ না করা হলে শহরের নিচের মাটি আরও বসবে। ভবিষ্যতে সড়ক, সেতু, বাড়িঘর ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা প্রবল।

বিশেষজ্ঞরা বলছেন—পানি ব্যবস্থাপনায় পরিবর্তন, বৃষ্টির পানি ব্যবহার বৃদ্ধি এবং পুরোনো ঝুঁকিপূর্ণ ভবন দ্রুত ভেঙে ফেলাই হতে পারে বিপর্যয় এড়ানোর পথ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *