শাহজাহান চৌধুরীর বিতর্কিত বক্তব্য প্রসঙ্গে যা বলছে জামায়াত

আগামী সংসদ নির্বাচনকে কেন্দ্র করে পার্শ্ববর্তী দেশ থেকে বস্তা বস্তা টাকা ও অস্ত্র ঢুকবে বলে আশঙ্কা প্রকাশ করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য শাহজাহান চৌধুরী বলেছেন, ‘নির্বাচন শুধু জনগণ দিয়ে নয়…যার যার নির্বাচনী এলাকায় প্রশাসনে যারা আছেন, তাদের সবাইকে আমাদের আন্ডারে নিয়ে আসতে হবে। আমাদের কথায় উঠবে, আমাদের কথায় বসবে, আমাদের কথায় গ্রেপ্তার করবে, আমাদের কথায় মামলা করবে।’

তার এমন বক্তব্যের পর তীব্র সমালোচনা সৃষ্টি হয়েছে। রবিবার এ বিষয়ে একটি বিবৃতি দিয়েছে জামায়াতে ইসলামী।

সংগঠনের সহকারী সেক্রেটারি জেনারেল ও চট্টগ্রাম অঞ্চল পরিচালক মাওলানা মুহাম্মাদ শাহজাহান স্বাক্ষরিত ওই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সংগঠনের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সাবেক এমপি শাহজাহান চৌধুরীর ২২ নভেম্বর প্রদত্ত বক্তব্যটি আমরা দেখেছি। এটা একান্তই তার বক্তব্য। এটার ব্যাখ্যা তিনি ভালো দিতে পারবেন। তার এই বক্তব্য জামায়াত সমর্থন করে না।

আমরা তাৎক্ষণিকভাবে তার দৃষ্টি আকর্ষণ করেছি। এ ঘটনায় আমরা অভ্যন্তরীণভাবেও ব্যবস্থা নিচ্ছি। এতে আরো বলা হয়েছে, আমরা মনে করি, প্রশাসন পূর্ণ পেশাদারির সঙ্গে তাদের দায়িত্ব পালন করবে। এখানে আমাদের হস্তক্ষেপের কিছু নেই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *