জকসু নির্বাচন পেছাতে চায় অধিকাংশ প্রার্থী, ভেটো শিবিরের

সুহাইল আহমদ, জবি

ভূমিকম্পজনিত আতঙ্কে জগন্নাথ বিশ্ববিদ্যালয় আগামী ৪ ডিসেম্বর পর্যন্ত বন্ধ ঘোষণা করায় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ নির্বাচনে পর্যাপ্ত প্রচারণা ও শিক্ষার্থীদের ভোটের উপস্থিতি বিবেচনা করে নির্বাচনের তারিখ পেছানোর মতামত দিয়েছেন বিভিন্ন প্যানেল ও স্বতন্ত্র প্রার্থীরা। তবে পূর্বনির্ধারিত তারিখ ২২ ডিসেম্বরেই নির্বাচন চান ছাত্রশিবির সমর্থিত ‘অদম্য জবিয়ান ঐক্য’ প্যানেলের প্রার্থীরা।

সোমবার (২৪ নভেম্বর) দুপুর ১২টায় নির্বাচন কমিশন আয়োজিত এক মতবিনিময় সভায় খসড়া প্রার্থী তালিকায় থাকা বিভিন্ন প্যানেলের প্রার্থীরা এ মতামত প্রদান করেন।

মতবিনিময় সভায় উপস্থিত থাকা একাধিক প্রার্থীর সঙ্গে কথা বলে জানা গেছে, নির্বাচন পেছানোর পেছনে তারা যে যুক্তিগুলো দিয়েছেন তার মধ্যে অন্যতম হলো – পূর্বঘোষিত ২২ ডিসেম্বর নির্বাচন হলে শিক্ষার্থীদের উপস্থিতির হার আশানুরূপ হবে না। নির্বাচনে শিক্ষার্থীদের অংশগ্রহণ নিশ্চিত করতে নির্বাচন জানুয়ারি কিংবা ফেব্রুয়ারির জাতীয় নির্বাচনের পর অনুষ্ঠিত হলেও কোনো সমস্যা দেখছেন না কিছু প্যানেলের প্রার্থীরা।

নির্বাচন পেছানো প্রসঙ্গে জানতে চাইলে প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মোস্তফা হাসান বলেন, আজ আমরা প্রার্থীদের সঙ্গে আলোচনা করেছি; সবার পালস বোঝার চেষ্টা করেছি। কেউ ২২ তারিখেই নির্বাচন চেয়েছেন, কেউ জানুয়ারিতে, আবার কেউ জাতীয় নির্বাচনের পর নির্বাচন চেয়েছেন। স্বতন্ত্র প্রার্থীরাও নির্বাচন পেছানোর কথা বলেছেন। আমরা এক মিটিংয়েই সিদ্ধান্ত নেবো না। তবে খুব বেশি পেছানো হবে না তাতে নির্বাচন অনিশ্চয়তার মধ্যে পড়ে যাবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *