খাগড়াছড়িতে ছাত্রশিবির নেতা-কর্মীদের বিএনপিতে যোগদানের মিথ্যা তথ্যের প্রতিবাদ

খাগড়াছড়িতে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের নেতা-কর্মীরা বিএনপিতে যোগ দিয়েছেন—এমন ভিত্তিহীন ও বানোয়াট তথ্য প্রচারের তীব্র প্রতিবাদ জানিয়েছে ছাত্রশিবির খাগড়াছড়ি পার্বত্য জেলা শাখা। শনিবার (২৪ নভেম্বর) জেলা সভাপতি মো. আব্দুস ছাত্তার ও সেক্রেটারি আবু ইউসুফ এক যৌথ বিবৃতিতে এ প্রতিবাদ জানান।

বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, সাবেক জেলা সেক্রেটারি মো. রুবেল দীর্ঘদিন ছাত্রশিবিরের রাজনীতির সঙ্গে যুক্ত থাকলেও ২০২৪ সালের মে মাসে সংগঠনের শৃঙ্খলাভঙ্গ ও অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগে তাকে দায়িত্ব থেকে স্থগিত করা হয়। পরবর্তীকালে অভিযোগ প্রমাণিত হওয়ায় নভেম্বর মাসে কেন্দ্রীয় নীতিমালা অনুযায়ী তাকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে। বহিষ্কারের পর রুবেল আওয়ামী লীগের রাজনীতিতে সক্রিয় হন এবং ৫ আগস্টের পর থেকে বিএনপির বিভিন্ন কর্মসূচিতেও অংশ নিচ্ছেন। তাই বর্তমানে তার সঙ্গে ছাত্রশিবিরের কোনো সাংগঠনিক সম্পর্ক নেই।

নেতৃবৃন্দ অভিযোগ করেন, স্থানীয় বিএনপি রাজনৈতিক দুরবস্থা কাটাতে ও কর্মীদের মনোবল ফেরাতে যোগদানের নাটক সাজিয়েছে। নিজেদের কর্মীদের ফুল দিয়ে বরণ করে ছাত্রশিবিরের নেতা-কর্মী হিসেবে প্রচার করা রাজনৈতিক প্রতারণা ছাড়া কিছু নয়। একজন বহিষ্কৃত ব্যক্তিকে ব্যবহার করে জনমনে বিভ্রান্তি ছড়ানোর অপপ্রয়াস ঘৃণার সঙ্গে প্রত্যাখ্যান করা হয়েছে।

বিবৃতিতে আরও বলা হয়, কিছু স্থানীয় ও জাতীয় গণমাধ্যম যাচাই-বাছাই ছাড়াই অসত্য তথ্য প্রচার করে সাংবাদিকতার নীতি লঙ্ঘন করেছে। গণমাধ্যমকে পেশাদারিত্ব ও বস্তুনিষ্ঠতা বজায় রাখার আহ্বান জানানো হয়।

নেতৃবৃন্দ স্পষ্ট করে বলেন, খাগড়াছড়ি জেলা বিএনপিতে ছাত্রশিবিরের কোনো নেতা-কর্মী যোগ দেননি। বিবৃতিতে বিএনপিকে অপরাজনীতি পরিহার করে গঠনমূলক রাজনৈতিক সংস্কৃতিতে ফিরে আসার পরামর্শ দেওয়া হয়।

বার্তাপ্রেরক:
মো. জামাল উদ্দিন আকাশ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *