পাবনা প্রতিনিধি, মতিউর রহমান:
খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনায় বিশেষ দোয়া ও মোনাজাতের আয়োজন করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির।
বুধবার (২৬ নভেম্বর) দুপুর ২ টায় সরকারি এডওয়ার্ড কলেজের কেন্দ্রীয় জামে মসজিদে এই আয়োজন করে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, এডওয়ার্ড কলেজ শাখা।
দোয়া মাহফিলে ছাত্রশিবিরের দায়িত্বশীলরা বলেন, বেগম খালেদা জিয়া এই দেশের রাজনৈতিক অঙ্গনে গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। তার সুস্থতা দেশের রাজনৈতিক অগ্রযাত্রার জন্য অত্যন্ত প্রয়োজনীয়। নেতারা দেশবাসীর প্রতি তার দ্রুত আরোগ্যের জন্য দোয়া করার আহ্বান জানান।
অনুষ্ঠিত এ দোয়া পরিচালনা করেন কলেজ শিবিরের সভাপতি আরিফ হোসেন। এতে সংগঠনের সাংগঠনিক সম্পাদক আতোয়ার রহমানসহ বিভিন্ন স্তরের নেতাকর্মীরা অংশ নেন।
আলোচনা শেষে উপস্থিত নেতাকর্মীরা খালেদা জিয়ার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে আল্লাহর নিকট প্রার্থনা করেন।
