রাবি’তে আনুষ্ঠানিকভাবে চালু হলো ই-কার

রাবি প্রতিনিধি, হাফিজুর রহমান

রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) ক্যাম্পাসে আনুষ্ঠানিকভাবে চালু হয়েছে পাঁচটি ই–কার। বিশ্ববিদ্যালয়ের পরিবহন ব্যবস্থায় নতুন মাত্রা যোগ করতে এই উদ্যোগ নিয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন (রুয়া)।

বুধবার (২৬ নভেম্বর) সকাল সাড়ে ৯ টায় প্রশাসন ভবনের সামনে ই–কার সেবার উদ্বোধন করেন রুয়ার সভাপতি রফিকুল ইসলাম খান ও রাবি উপাচার্য অধ্যাপক ড. সালেহ্ হাসান নকীব।

রুয়ার সভাপতি রফিকুল ইসলাম খান বলেন, “আজকের ই–কার সেবা চালুর মধ্য দিয়ে আমরা শিক্ষার্থীদের যাতায়াতকে আরও সহজ করতে চেয়েছি। বর্তমানে পাঁচটি ই–কার থাকলেও কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে সংখ্যাটি বাড়ানোর পরিকল্পনা রয়েছে। পাশাপাশি গরিব ও মেধাবী শিক্ষার্থীদের জন্য বৃত্তি চালুর উদ্যোগও আমরা খুব শিগগিরই শুরু করব। বিশ্ববিদ্যালয়ের সার্বিক উন্নয়নে রুয়া সবসময় প্রশাসনের সঙ্গে থাকবে।”

উপাচার্য অধ্যাপক সালেহ হাসান নকীব বলেন, “রুয়া দায়িত্ব গ্রহণের পর থেকেই শিক্ষার্থীদের কল্যাণে নানামুখী কাজ করেছে। বিসিএস পরীক্ষার্থীদের সহযোগিতা থেকে শুরু করে ই–কার সেবার মতো উদ্যোগ—এসব তাদের ধারাবাহিক প্রচেষ্টারই ফল। এতে বিশ্ববিদ্যালয় কমিউনিটি উপকৃত হবে।”

এ বিষয়ে রাকসুর ভিপি মোস্তাকুর রহমান জাহিদ বলেন, “পরিবহন সুবিধার উন্নয়ন আমাদের ইশতেহারের অন্যতম প্রতিশ্রুতি ছিল। রুয়ার কাছে আমরা এই দাবি জানিয়েছিলাম, এবং তারা তা বাস্তবায়ন করেছে। এতে শিক্ষার্থীদের ভোগান্তি অনেকটাই কমবে বলে আশা করি। অন্যান্য ইশতেহারও বাস্তবায়নে রুয়ার সহযোগিতা অব্যাহত থাকবে।”

ই–কার চালুর মধ্য দিয়ে রাবি ক্যাম্পাসে শিক্ষার্থীদের দৈনন্দিন যাতায়াতে নতুন স্বস্তি যোগ হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *