পীরগাছা সরকারি কলেজে ছাত্রশিবিরের নবীনবরণ ও ক্যারিয়ার গাইডলাইন অনুষ্ঠান অনুষ্ঠিত

রংপুরের পীরগাছা সরকারি কলেজে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের উদ্যোগে নবীনবরণ ও ক্যারিয়ার গাইডলাইন শীর্ষক এক ব্যতিক্রমী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। নতুন শিক্ষার্থীদের স্বাগত জানানো এবং তাদের ভবিষ্যৎ ক্যারিয়ার গঠনের জন্য প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদানের উদ্দেশ্যে এ আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির রংপুর জেলা শাখার সভাপতি ফিরোজ মাহমুদ। তিনি শিক্ষার্থীদের নৈতিকতা, সময় ব্যবস্থাপনা, প্রযুক্তি দক্ষতা ও লক্ষ্য স্থির করার ওপর গুরুত্বারোপ করেন।

প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন ডাকসুর কেন্দ্রীয় নির্বাহী সদস্য মেফতাহুল ইসলাম মারুফ। তিনি উচ্চশিক্ষা, প্রতিযোগিতামূলক চাকরির প্রস্তুতি ও ক্যারিয়ার পরিকল্পনার বিভিন্ন বাস্তবমুখী দিক তুলে ধরেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—

বাংলাদেশ জামায়াতে ইসলামীর রংপুর জেলা শাখার অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মাওলানা মোস্তাক আহমেদ,

রংপুর জেলা জামায়াতের মানবসম্পদ উন্নয়ন বিষয়ক সম্পাদক অধ্যাপক মোত্তালেব হোসেন,

পীরগাছা উপজেলা জামায়াতের আমির বজলুর রশিদ মুকুল।

বক্তারা বলেন, আদর্শ ও দক্ষতা অর্জনের মাধ্যমে শিক্ষার্থীরাই দেশ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। নবীন শিক্ষার্থীদের উপস্থিতি ও সক্রিয় অংশগ্রহণে পুরো অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে

উক্ত অনুষ্ঠানে সকল শিক্ষার্থীদের মাঝে পীরগাছা সরকারি কলেজ শাখা শিবিরের পক্ষ থেকে শিক্ষা উপহার সামগ্রিক প্রদান করা হয়

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *