হংকংয়ের ভয়াবহ অগ্নিকাণ্ড নিহত ৪৪, এখনও নিখোঁজ ২৭৯ জন

হংকংয়ের তাই পো জেলার ওয়াং ফুক কোর্ট আবাসিক কমপ্লেক্সে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহতের সংখ্যা বেড়ে ৪৪ জনে দাঁড়িয়েছে। এছাড়াও অগ্নিদগ্ধ হয়ে আরও ৪৫ জন আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন। অন্যদিকে এই দুর্ঘটনায় এখনও ২৭৯ জন নিখোঁজ বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। খবর বিবিসি।

বিবিসি সূত্রে জানা যায়, আগুন লাগার প্রায় ১৫ ঘণ্টা পরও এখনও পুরোপুরি নেভানো সম্ভব হয়নি। কয়েকটি ভবন থেকে ধোঁয়া এবং আগুনের শিখা দেখা যাচ্ছে। আটটি ভবনের মধ্যে চারটির আগুন নিয়ন্ত্রণে এলেও পুরোপুরি নিয়ন্ত্রণে আনতে বৃহস্পতিবার (২৭ নভেম্বর) সারা দিন লেগে যাবে বলে জানিয়েছে দমকল বাহিনী। আগুন নেভাতে প্রায় ৮০০ জরুরি কর্মী কাজ করছেন।

স্থানীয় পুলিশ জানায়, ঘটনাস্থল থেকে দুটি নির্মাণ প্রতিষ্ঠানের পরিচালক ও একজন প্রকৌশল পরামর্শককে গ্রেপ্তার করা হয়েছে। তদন্তকারীরা ভবনের বাইরে আগুন-প্রতিরোধক নয় এমন নেট ও ঢাকনাসহ জানালায় পলিস্টাইরিন (স্টাইরোফোম) বোর্ড পেয়েছেন, যা আগুনকে দ্রুত ছড়িয়ে দিতে সহায়তা করেছে। পুলিশ বলেছে, নির্মাণ কোম্পানির এই কর্মকর্তারা ‘মারাত্মক গাফিলতি’ করেছেন বলে তাদের ধারণা।

অন্যদিকে দমকল বিভাগ জানিয়েছে, ভবনগুলোতে চলমান সংস্কারের সময় ব্যবহৃত বাঁশের স্ক্যাফোল্ডিং আগুন দ্রুত ছড়িয়ে দিয়ছে। তীব্র তাপমাত্রা এবং রাতের অন্ধকারের কারণে পরিস্থিতি আরও কঠিন হয়ে পড়ে। আগুনের কারণে শত শত বাসিন্দাকে সাময়িক আশ্রয়কেন্দ্রে সরিয়ে নেয়া হয়েছে এবং যাদের ফ্ল্যাট সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের জন্য জরুরি আবাসনের ব্যবস্থা করা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *