ঠাকুরগাঁও ব্যাটালিয়ন (৫০ বিজিবি)–এর বিশেষ টহলদল বালিয়াডাঙ্গী উপজেলার হরিণমারী এলাকায় অভিযান চালিয়ে ৭০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট ও একটি মোটরসাইকেলসহ মোঃ মিঠুন টেপুয়া (৪৮) নামে এক মাদক চোরাকারবারিকে আটক করেছে। তিনি বালিয়াডাঙ্গী উপজেলার উদয়পুর তালগাছ এলাকার মৃত আব্দুল হকের ছেলে।
বিজিবি জানায়, নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত মেইন পিলার ৩৮২ থেকে প্রায় চার কিলোমিটার ভেতরে হরিণমারী এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় মিঠুন টেপুয়াকে মাদকসহ আটক করা হয়।
বিজিবি আরও জানায়, আটক মিঠুন টেপুয়া দীর্ঘদিন ধরে ভারত থেকে ইয়াবা ও ট্যাপেন্টাডলসহ বিভিন্ন মাদক আমদানির সঙ্গে জড়িত।
পরে আটক ব্যক্তিকে উদ্ধারকৃত মাদক ও মোটরসাইকেলসহ বালিয়াডাঙ্গী থানায় হস্তান্তর করা হয়। বিজিবির পক্ষ থেকে জানানো হয়েছে, সীমান্ত এলাকায় মাদকবিরোধী এই ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।
