জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) সিনিয়র সহ-সভাপতি এবং লক্ষ্মীপুর-৪ আসনের সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী তানিয়া রবের বিরুদ্ধে গুরুতর অভিযোগ এনে তাকে ‘বেইমান’ আখ্যা দিয়ে ভোট না দেওয়ার আহ্বান জানিয়েছেন দলের সাবেক ছাত্রনেতা।
সোশ্যাল মিডিয়ায় দেওয়া এক পোস্টে জেএসডি ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় সভাপতি তৌফিক উজ জামান পীরাচা এই আহ্বান জানান।
তৌফিক উজ জামান পীরাচা তার পোস্টে অভিযোগ করেন যে, তানিয়া রবের নির্দেশে তার ‘ডান হাত’ হিসেবে পরিচিত জামাল ড্রাইভার এবং ‘পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক’ কিশোর গ্যাং পিকে গ্রুপের প্রধান টোকাই ফয়সাল ও তার বাবা ইকবাল ড্রাইভার সহ সংঘবদ্ধ সন্ত্রাসীরা এক সহকর্মীর উপর হামলা চালায়।
তৌফিক উজ জামান পীরাচা দাবি করেন, এসব কিছু জানার পরেও তানিয়া রব ইকবাল ড্রাইভারকে পৌর জেএসডি’র ৭নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক বানিয়েছেন। তিনি প্রশ্ন তোলেন, “এরপরপরেও তানিয়া রবের সাথে রাজনীতি করা যায়? তানিয়া রব স্বার্থের জন্য পারে না এমন কিছু নেই।
সাবেক এই ছাত্রনেতা তার পোস্টের শেষে রামগতির মানুষের প্রতি সরাসরি আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, “রামগতির মানুষ যেন এই বেইমানকে ভোট না দেয়।
তানিয়া রব বর্তমানে জেএসডি’র সিনিয়র সহ-সভাপতি এবং দলের পক্ষ থেকে লক্ষ্মীপুর-৪ (রামগতি ও কমলনগর) আসন থেকে নির্বাচন করার প্রস্তুতি নিচ্ছেন। তিনি জেএসডি সভাপতি আ স ম আবদুর রবের স্ত্রী। রাজনৈতিক মহলে তার বিরুদ্ধে সাবেক এক ছাত্রনেতার এমন প্রকাশ্য অভিযোগ ও ভোট না দেওয়ার আহ্বান ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।
