আপনারা সুযোগ দিলে দেশের মানুষের উন্নয়নে কাজ করতে চাই: ব্যারিস্টার মোমেন

জেলা প্রতিনিধি:

সুপ্রিম কোর্টের বিশিষ্ট আইনজীবী এবং বাংলাদেশ জামায়াতে ইসলামী কর্তৃক মনোনীত পাবনা-১ (সাঁথিয়া) আসনের সংসদ সদস্য প্রার্থী সাবেক আমীরে জামায়াত মাওলানা মতিউর রহমানের পুত্র ব্যারিস্টার নাজিবুর রহমান মোমেন বলেছেন, “দেশের মানুষের সার্বিক উন্নয়নে কাজ করতে চাই। সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক, শিক্ষা ও সাংস্কৃতিক মুক্তির লক্ষ্যে সকলকে সাথে নিয়ে সম্মিলিতভাবে কাজ করার পরিকল্পনা রয়েছে।”

শনিবার (২৯ নভেম্বর) বিকেলে সাঁথিয়া পৌর জামায়াতের উদ্যোগে আয়োজিত সাঁথিয়া পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে নির্বাচনী জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তিনি বলেন আপনারা সুযোগ দিলে দেশের মানুষের উন্নয়নে কাজ করতে চাই।

অনুষ্ঠানে সাঁথিয়া পৌর জামায়াতের আমির আব্দুল গফুরের সভাপতিত্বে এবং সেক্রেটারি নুরুল ইসলামের সঞ্চালনায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন পাবনা জেলা জামায়াতের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি অধ্যাপক আবু সালেহ মো. আব্দুল্লাহ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাঁথিয়া উপজেলা জামায়াতের আমীর মাওলানা মোখলেছুর রহমান, সেক্রেটারি অধ্যাপক আনিসুর রহমান, বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশনের জেলা শাখার সেক্রেটারি ড. মোহাম্মদ ইদ্রিস এবং ইসলামী ছাত্রশিবিরের উপজেলা সভাপতি মেহেদী হাসানসহ জামাত-শিবিরের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

প্রধান অতিথির বক্তব্যে ব্যারিস্টার নাজিবুর রহমান মোমেন আরও বলেন, “ফ্যাসিস্টদের অনিয়ম, অত্যাচার ও জুলুমে দেশ মানবিক বিপর্যয়ের দিকে ধাবিত হয়েছে। আগামী নির্বাচনে বিজয়ী হলে একটি বৈষম্যহীন মানবিক রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করা হবে।

প্রধান বক্তার বক্তব্যে অধ্যাপক আবু সালেহ মোহাম্মদ আব্দুল্লাহ দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্বাস্থ্য কামনা করে বলেন, “আগামী দিনে দেশ ও মানুষের কল্যাণে জামায়াত মনোনীত প্রার্থীরা সামাজিক মূল্যবোধের ভিত্তিতে রাষ্ট্র পরিচালনায় সহায়ক ভূমিকা রাখবে।”

মতিউর রহমান

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *