লিটনের ফিফটিতে সিরিজে সমতায় ফিরল বাংলাদেশ

চট্টগ্রামে দ্বিতীয় টি–২০ ম্যাচে দারুণ ঘুরে দাঁড়িয়ে সিরিজে সমতায় ফিরেছে বাংলাদেশ। প্রথম ম্যাচে বড় ব্যবধানে হারলেও শনিবার বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্টেডিয়ামে ১৭০ রানের লক্ষ্য ২ বল বাকি থাকতেই ছুঁয়ে ফেলে টাইগাররা। শেষ পর্যন্ত ৪ উইকেটের জয়ে সিরিজ এখন ১-১।

টস জিতে প্রথম ম্যাচের মতোই ঝড়ো সূচনা করে আয়ারল্যান্ড। ওপেনার পল স্টার্লিং ও টিম টেক্টরের ৫৭ রানের জুটিতে উড়ন্ত শুরু পায় দলটি। ১১তম ওভারেই স্কোরবোর্ডে তিন অঙ্ক ছুঁয়ে ফেলে তারা। তবে মিডল ওভার থেকে ইনিংসের শেষ পর্যন্ত বাংলাদেশের বোলাররা ঘুরে দাঁড়ান। তবুও ৬ উইকেটে সংগ্রহ পায় ১৮০-এর কাছাকাছি, প্রথম ম্যাচের ১৮১ রানের ধারাবাহিকতারই পুনরাবৃত্তি।

জবাবে বাংলাদেশের শুরুটা আশাব্যঞ্জক হলেও রানআউটে তানজিদ তামিম (১০ বলে ৭) ফিরে গেলে চাপ বাড়ে। এরপর পারভেজ ইমন ও লিটন দাস দ্বিতীয় উইকেটে ৬০ রানের জুটি গড়ে ম্যাচের মোড় ঘুরিয়ে দেন। ইমন ২৮ বলে ৪৩ রান করেন, পাঁচটি চার ও দুটি ছক্কার মার রয়েছে তার ইনিংসে। তিনে নেমে লিটন দাস খেলেন দলের পক্ষে সর্বোচ্চ ৫৭ রানের দারুণ ইনিংস; তার ব্যাটে ভেসে আসে তিনটি চার ও তিনটি ছক্কা।

লিটনের সঙ্গে ৫২ রানের কার্যকর জুটি গড়েন সাইফ হাসান, যিনি ১৭ বলে ২২ রান যোগ করেন। তবে লিটন আউট হওয়ার পর আবারও চাপে পড়ে বাংলাদেশ। তাওহীদ হৃদয় (৯ বলে ৬) ও নুরুল হাসান (৭ বলে ৫) দলকে এগিয়ে নিতে পারেননি। শেষ সময়ে সাইফউদ্দিন ৭ বলে দুই চার ও একটি ছক্কায় ১৭ রানের ঝড়ো ইনিংস খেলে নিশ্চিত করেন বাংলাদেশের জয়।

এর আগে আয়ারল্যান্ডের হয়ে ওপেনার স্টার্লিং ১৪ বলে ২৯, টেক্টর ২৫ বলে ৩৮ রান করেন। প্রথম ম্যাচের নায়ক হ্যারি টেক্টর এদিন ১১ রানেই থেমে যান। ইনিংসের অন্যতম সেরা ভূমিকা ছিল লরকান টাকারের, যিনি ৩২ বলে ৪১ রান করে দলকে লড়াকু পুঁজি এনে দেন।

বল হাতে বাংলাদেশের হয়ে সবচেয়ে উজ্জ্বল ছিলেন শেখ মেহেদী। দলে ফিরে তিনি ৪ ওভারে ২৫ রান দিয়ে নেন ৩ উইকেট। তানজিম সাকিব ৩ ওভারে ১৭ রান দিয়ে নেন ১ উইকেট। তবে সাইফউদ্দিন ও মুস্তাফিজ কিছুটা খরুচে ছিলেন। আয়ারল্যান্ডের হয়ে গ্যারেথ ডিলানি ও মার্ক এডায়ার ৪ ওভার করে দুটি করে উইকেট নিলেও জয়ের পথে বাধা হতে পারেনি তাদের বোলিং।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *