দুর্যোগ-দুঃসময়ে মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক ও মানবিক দায়িত্ব-জামায়াত

পাথরঘাটা (বরগুনা) প্রতিনিধি:

পাথরঘাটা উপজেলার কাকচিড়া বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে একাধিক পরিবারের ভিটেমাটি, দোকানপাট ও মূল্যবান সম্পদ মুহূর্তেই ছাই হয়ে যায়। আগুনে ক্ষতিগ্রস্ত এসব পরিবার গভীর শোকে হতবিহ্বল হয়ে পড়ে। ঠিক এমন দুঃসময়ে সবচেয়ে আগে দুর্গত মানুষের পাশে দাঁড়ায় বাংলাদেশ জামায়াতে ইসলামী।

অগ্নিকাণ্ডের খবর পাওয়ার পরপরই জামায়াতে ইসলামী নেতৃবৃন্দ ঘটনাস্থল পরিদর্শন করেন। তাঁরা ক্ষতিগ্রস্ত পরিবার ও দোকান মালিকদের সাথে কথা বলেন, সান্ত্বনা দেন এবং তাঁদের দুর্দশার গল্প মনোযোগ দিয়ে শোনেন। পরবর্তীতে জরুরি মানবিক সহায়তার অংশ হিসেবে ক্ষতিগ্রস্ত প্রত্যেককে নগদ অর্থ প্রদান করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী পাথরঘাটা উপজেলার আমীর হাফেজ মাওলানা মাসুদুল আলম উপজেলা সেক্রেটারী মাস্টার জাহাঙ্গীর আলম কাকচিড়া ইউনিয়নের সভাপতি মাস্টার জাফর সাদিক উপজেলা শিবিরের সাবেক সভাপতি রাকিব হাসান সহ স্থানীয় নেতৃবৃন্দ।

জামায়াতের নেতারা বলেন বলেন,“দুর্যোগ-দুঃসময়ে মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক ও মানবিক দায়িত্ব। আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসন পর্যন্ত আমাদের সহায়তা অব্যাহত থাকবে।”

ক্ষতিগ্রস্ত পরিবারগুলো দলের এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন যে,“সবাই যখন দেখছিল, তখন সবার আগে আমাদের পাশে দাঁড়িয়েছে জামায়াতে ইসলামী—এটা আমাদের কষ্ট কিছুটা লাঘব করেছে।”

মানবিকতার এই উদ্যোগ এলাকাজুড়ে প্রশংসিত হয়েছে। দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের পুনরায় ঘুরে দাঁড়াতে সরকারি-বেসরকারি সহায়তা বাড়ানোর আহ্বান জানিয়েছেন স্থানীয় সচেতন মহল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *