দুই মামলায় আইভীর জামিন নামঞ্জুর

নারায়ণগঞ্জের সাবেক মেয়র সেলিনা হায়াত আইভীর নতুন করে শ্যোন অ্যারেস্ট দেখানো পাঁচটি মামলার মধ্যে দুটি মামলার শুনানি হয়েছে। নারায়ণগঞ্জ থানা পুলিশের ওপর হামলা এবং ফতুল্লা থানার ইয়াসিন হত্যা মামলা দুটির শুনানি অনুষ্ঠিত হয় নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ আবু শামীম আজাদের আদালতে। শুনানি শেষে বৃহস্পতিবার আদালত তাঁর জামিন নামঞ্জুর করেছেন।

‎আইভীর আইনজীবী অ্যাডভোকেট আওলাদ হোসেন জানান, দুই মামলার এজাহারে সাবেক মেয়র আইভীর নাম না থাকলেও আদালত তাঁকে জামিন দেননি। কিন্তু এর আগে বিভিন্ন সময় আদালত এই মামলায় এজাহারে নাম না থাকা ১৯ জনকে জামিন দিয়েছেন।

একই মামলায় অন্য আসামিরা জামিন পেলেও তাঁকে জামিন না দেওয়ায় বিচার ব্যবস্থার প্রতি মানুষের আস্থা কমে যাবে বলে মন্তব্য করেন তিনি। এ আদেশের বিরুদ্ধে তাঁরা উচ্চ আদালতে যাবেন বলেও জানান।

‎তিনি আরও জানান, হাইকোর্ট এরই মধ্যে পাঁচটি মামলায় আইভীকে জামিন দিলেও নতুন করে তাঁকে আরও ৫ মামলায় জড়ানো হয়। যেগুলোর কোনোটাতেই তাঁর নাম নেই।

আজ ইয়াসিন হত্যা মামলার শুনানি হয়েছে, সেখানে স্পষ্টভাবে উল্লেখ আছে শামীম ওসমান ও অয়ন ওসমানই ককটেল বিস্ফোরণ ঘটিয়ে ও গুলি করে তাঁকে হত্যা করেছেন। অপর মামলায় বলা হচ্ছে, তিনি পুলিশের ওপর হামলা করেছেন। কিন্তু সেই ঘটনার সময় আইভী পুলিশের হেফাজতে ছিলেন। পুলিশের হেফাজতে থেকে কীভাবে পুলিশের ওপর হামলা করতে পারেন? এই মামলার এজাহারেও তাঁর নাম নাই। তারপরও পুলিশকে বাধা দেওয়ার অভিযোগে মামলাটিতে তাঁকে গ্রেপ্তার দেখানো হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *