রাষ্ট্রের গুরুত্বপূর্ণ সংস্কারের যে পাঁচ দফা তা জনদাবিতে পরিণত হয়েছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী ডা. মো. আবু নাছের।
শুক্রবার (৫ ডিসেম্বর) বহদ্দারহাট চত্বরে চট্টগ্রাম বিভাগের আট দলীয় জোটের সমাবেশ অভিমুখে চান্দগাঁও থানা জামায়াতের মিছিলে এ মন্তব্য করেন তিনি।
এসময় ডা. আবু নাছের বলেন, আজকের সমাবেশ থেকে আমরা জুলাই সনদ বাস্তবায়ন, সেই আলোকে গণভোটের আয়োজন, গণভোটে ‘পক্ষের রায়’ আদায়ে সার্বজনীন সমর্থন, নিরপেক্ষ ও লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আয়োজনসহ পিআর পদ্ধতি চালু করার এই পাঁচ দফা দাবি আনুষ্ঠানিকভাবে উত্থাপন করবো।
মিছিলে আরো উপস্থিত ছিলেন চান্দগাঁও থানা জামায়াতের সেক্রেটারি জনাব জসিম উদ্দিন সরকার, এসিস্ট্যান্ট সেক্রেটারি জনাব ওমর গণি, অফিস সম্পাদক জনাব আব্দুল কাদের, ৪ নং চান্দগাঁও ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী জনাব রইসুর রহমান চৌধুরী তিতু, জামায়াত নেতা জনাব নুরুল আবছার, অধ্যাপক জনাব আনোয়ার হোসেন নূরি প্রমুখ।
সমাবেশ ঘিরে চট্টগ্রাম-৮ আসনের বিভিন্ন অঞ্চল থেকে যোগদান করা নেতা–কর্মী, সমর্থক ও শুভাকাঙ্ক্ষীদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে ডা. মো. আবু নাছের বলেন, জনগণের এই উদ্দীপনা সমাবেশকে ঐতিহাসিক রূপ দিবে।
