রংপুর-৪ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী মাওলানা এটিএম আজম খাঁন নির্বাচন প্রচার কার্যক্রমে হিন্দু ধর্মাবলম্বী ভোটারদের গুরুত্ব দিয়ে তাদের কাছে ছুটছেন। নির্বাচনী প্রচার কাজে বিশেষ গুরুত্ব দিয়ে ভিন্ন ধর্মের অনুসারীদের মাঝে ব্যাপক জনপ্রিয় হয়ে উঠছেন তিনি।
এ ব্যাপারে জামায়াত প্রার্থী এটিএম আজম খাঁন বলেন, আমরা সকল ভোটারদের কাছে যাচ্ছি। হিন্দু সম্প্রদায়ের মানুষ বাংলাদেশের নাগরিক। তাদেরও ভোট আছে। আমার কাছে সকল ভোটারদের অধিকার সমান। এই কারণে দোয়া আমি সবার কাছে থেকে চাই।
হিন্দু সম্প্রদায়ের ভোটার গণেশ, অতুল, অমলসহ অনেকেই জানান, এর আগে জামায়াত প্রার্থীদেরকে দেখলে আমাদের অন্তরে ভয় কাজ করত। কিন্তু এবার আমাদের আর ভয় লাগতেছে না। এবার ওরা আমাদের কাছে বারং বার ছুটে আসতেছে। এর ফলে মনে হচ্ছে, ওদের কাছে থেকে আমরা কোনো প্রকার ক্ষতিগ্রস্ত হবো না।
