চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার শাহবাজপুরের জামতলা ব্রিজ সংলগ্ন এস. এ. আইডিয়াল স্কুল মাঠে আজ সোমবার অনুষ্ঠিত হলো ড. কেরামত আলী সৌজন্যে ফ্রি মেডিকেল ক্যাম্প, যেখানে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত চিকিৎসা নিতে ভিড় করেন শত শত মানুষ। স্বাস্থ্যসেবার অভাব পূরণ ও দরিদ্র জনগোষ্ঠীর কাছে চিকিৎসা পৌঁছে দিতে এ আয়োজন বেশ সাড়া ফেলে।
ক্যাম্পে গাইনি, মেডিসিন, চক্ষু, ডায়াবেটিস, শিশু, সাধারণ পরীক্ষা ও রক্ত পরীক্ষাসহ বিভিন্ন বিভাগে বিশেষজ্ঞ চিকিৎসকেরা সেবা দেন। রোগীদের প্রয়োজনীয় পরামর্শ ও দিক নির্দেশনা দেওয়া হয়। নারীদের গাইনি সেবা ও প্রবীণদের চক্ষু–ডায়াবেটিস পরীক্ষা ঘিরে ছিল উল্লেখযোগ্য ভিড়।
অনুষ্ঠানের উদ্বোধন করেন প্রধান অতিথি ড. কেরামত আলী। ক্যাম্পপরিদর্শন শেষে তিনি বলেন, “স্বাস্থ্যসেবা মানুষের মৌলিক অধিকার। বিশেষ করে গ্রামাঞ্চলের মানুষ চিকিৎসা পাওয়ার ক্ষেত্রে নানা সীমাবদ্ধতা পরিলক্ষিত হয়। আজকের এই আয়োজনে মানুষের সাড়া প্রমাণ করে—মানুষের জন্য এসব উদ্যোগ কতটা প্রয়োজনীয় তা বুঝা যায়।ভবিষ্যতেও এমন আয়োজন অব্যাহত থাকবে বলে আশা ব্যক্ত করেন।
এ সময় উপস্থিত ছিলেন শিবগঞ্জ উপজেলা জামায়াতের আমির সাদিকুল ইসলাম, উপজেলা জামায়াতের নেতৃবৃন্দ এবং আয়োজক দলের সদস্যরা।
তাঁরা জানান, এলাকার মানুষের প্রয়োজন বিবেচনায় নিয়মিতভাবে আরও বিস্তৃত চিকিৎসাসেবা দেওয়ার পরিকল্পনা রয়েছে।
দিনব্যাপী আয়োজনটি স্থানীয় এলাকায় এক ধরনের স্বাস্থ্যসেবা উৎসবে রূপ নেয়। বহু নারী–পুরুষ–শিশু চিকিৎসা পেয়ে সন্তুষ্টি প্রকাশ করেন এবং ভবিষ্যতে এমন ক্যাম্প নিয়মিত আয়োজনের আহ্বান জানান।
