হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেপ্তার

ঢাকা-৮ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য পদপ্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি ওপর হামলার ঘটনায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত করা হয়েছে। মোটরসাইকেলের মালিক হান্নানকে রাজধানীর মোহাম্মদপুর থেকে গ্রেপ্তার করা হয়েছে। আজ (রোববার, ১৪ ডিসেম্বর) সকালে তাকে গ্রেপ্তার করার কথা জানানো হয়।

এর আগে শনিবার (১৩ ডিসেম্বর) ওসমান হাদির ওপর হামলাকারীদের একজন শনাক্ত করে। তাকে গ্রেপ্তারে অভিযান চলছে বলে জানায় ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

ওসমান হাদির শারীরিক অবস্থার বিষয়ে সবশেষ তথ্যে জানা গেছে, তিনি অ্যাসিস্ট্যান্ট ভেন্টিলেশনে আছেন। মেশিনের সাপোর্টে শ্বাস নিচ্ছেন। গতকাল সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেয়া এক পোস্টে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম সদস্য সচিব ও দলের প্রার্থী ডা. মাহমুদা মিতু এ তথ্য জানিয়েছেন।

এর আগে শুক্রবার (১২ ডিসেম্বর) হাদিকে রাজধানীর বিজয়নগরে প্রকাশ্যে গুলি করা হয়। দুপুর আড়াইটার দিকে বক্স কালভার্ট এলাকার সামনে এ ঘটনা ঘটে। গুলিবিদ্ধ অবস্থায় তাকে দ্রুত ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়া হয়।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ডিসি–মিডিয়া মুহাম্মদ তালেবুর রহমান জানান, দুপুর ২টা ২৫ মিনিটে একটি মোটরসাইকেল থেকে হাদিকে লক্ষ্য করে গুলি ছোড়া হয়। সে সময় তিনি রিকশায় করে যাচ্ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *