সুদানে ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত, পাকিস্তানের নিন্দা ও সমবেদনা

আফ্রিকার দেশ সুদানের কাদুগলিতে জাতিসংঘ শান্তিরক্ষীদের ওপর নৃশংস হামলার তীব্র নিন্দা জানিয়েছে পাকিস্তান। সোমবার দেশটির পররাষ্ট্র দপ্তরের এক বিবৃতিতে এই নিন্দা জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, আবেইয়ে নৃশংস হামলায় জাতিসংঘের অন্তর্বর্তীকালীন নিরাপত্তা বাহিনীতে (ইউনিসফা) কর্মরত বাংলাদেশি ছয় শান্তিরক্ষীর প্রাণহানি ও কয়েকজন আহত হয়েছেন। শান্তিরক্ষী বাহিনীর সদস্যদের ওপর সন্ত্রাসীদের এই হামরার তীব্র নিন্দা জানায় পাকিস্তান।

বিবৃতিতে পাকিস্তান জানিয়েছে, দেশটি এই মূল্যবান প্রাণহানির জন্য বাংলাদেশ সরকার এবং জনগণের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করছে এবং এই মর্মান্তিক মুহূর্তে শোকসন্তপ্ত পরিবারের সঙ্গে একাত্মতা প্রকাশ করছে।

পাকিস্তানের পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, জাতিসংঘের শান্তিরক্ষীরা সংঘাত প্রতিরোধ, বেসামরিক নাগরিকদের সুরক্ষা এবং জাতিসংঘের পতাকাতলে শান্তি প্রতিষ্ঠায় আন্তর্জাতিক প্রচেষ্টার অগ্রভাগে রয়েছে। এই অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতার জন্য কর্তব্যরতদের চূড়ান্ত আত্মত্যাগের প্রতি আমরা শ্রদ্ধা জানাই। তা ছাড়া দেশটি এই কাপুরুষোচিত হামলার অপরাধীদের সনাক্ত করতে এবং দায়ীদের জবাবদিহি করার জন্য দ্রুত তদন্তের আহ্বান জানিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *