চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের জিরো পয়েন্ট বসে ‘ধর ধর শিবির ধর, ধইরা ধইরা জবাই কর’ স্লোগান দিয়েছেন হাটহাজারী যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও মেখল ইউনিয়ন বিএনপির আহ্বায়ক জিএম সাইফুল ইসলাম।
আজ সোমবার সন্ধ্যা ৭টার পর বিশ্ববিদ্যালয়ের জিরো পয়েন্টে অবস্থান নিয়ে এমন অসঙ্গতিপূর্ণ স্লোগান দেন এই নেতা।
মূলত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্যের পদত্যাগের দাবিকে ঘিরে ছাত্রদল, বাম সংগঠন ও শিবির নেতা-কর্মীদের পাল্টাপাল্টি অবস্থানের প্রেক্ষিতে স্থানীয় বিএনপি ও তার অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের নিয়ে বিশ্ববিদ্যালয়ের জিরো পয়েন্টে অবস্থান নেন জিএম সাইফুল ইসলাম। এ সময় তার নেতৃত্বে ‘শিবির ধর জবাই কর’ স্লোগান দেওয়া হয়।
জানতে চাইলে শাখা ছাত্রশিবিরের সেক্রেটারি মোহাম্মদ পারভেজ বলেন, ধর ধর শিবির ধর ধইরা ধইরা জবাই কর—এই স্লোগান একসময় ছাত্রলীগ দিত। আমরা মনে করেছিলাম ৫ আগস্টের পর রাজনৈতিক সংস্কৃতিতে বদল আসবে, এসব স্লোগানের পুনরাবৃত্তি হবে না। কিন্তু আমরা দেখতে পাচ্ছি ছাত্রদল-যুবদল এবং বহিরাগত যে সন্ত্রাসীরা এসেছে, তারা আবার একই স্লোগান দিচ্ছে। ছাত্রলীগের সেই নেতাকর্মীদের ছাত্রদল-যুবদল বিএনপির মধ্যে আশ্রয় দেওয়া হয়েছে এবং আগামীতে তারা সন্ত্রাসী কায়দায় ক্যাম্পাস দখলের পায়তারা হিসেবে এই স্লোগান সামনে এনেছে।
স্লোগানের বিষয়ে জানতে চেয়ে একাধিকবার হাটহাজারী উপজেলার যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও মেখল ইউনিয়ন বিএনপির আহ্বায়ক জিএম সাইফুল ইসলামকে একাধিকবার ফোন করলেও তিনি কোনো সাড়া দেননি।
