কুষ্টিয়া সদরে তুচ্ছ বিষয়কে কেন্দ্র করে চাচাতো ভাই-ভাবির হাতে হামিদুর রহমান নামের এক রাজ মিস্ত্রি নিহত হয়েছেন। রসুনের ক্ষেতে মুরগি যাওয়ার বিষয়কে কেন্দ্র করে মারপিট করে হত্যা করা হয়।
মঙ্গলবার দুপুর একটার দিকে উপজেলার জিয়ারকি জিয়ারখী ইউনিয়নের মঠপাড়া গ্রামে এ ঘটনা ঘটেছে।
নিহত হামিদুর রহমান মফিজ মঠপাড়া গ্রামের মৃত নুরুল হুদার ছেলে৷ তিনি পেশায় রাজ মিস্ত্রি ছিলেন। এ ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন নিহতের পরিবার।
পুলিশ, নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, রশুনের ক্ষেতে মুরগি যাওয়া ও রশুনের ক্ষতি করার বিষয়কে কেন্দ্র করে মফিজের ভাতিজা সোহাগের সাথে মহিরের ঝগড়া হয়। এর জের ধরে প্রথমে সোহাগকে মারপিট করে মহির ও তার লোকজন। এতে আহত হন সোহাগ। এঘটনার বিষয়ে কথা বলার জন্য সোহাগের চাচা মফিজ মহিরের বাড়িতে যান। এসময় মহির, রোকন, জহির, মহিরের বউ কাজলী, মহিরের মা লাকি মফিজকে বেধড়ক মারপিট করে। গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহতের ভাই আনোয়ার হোসেন বলেন, রশুনের ক্ষেতে মুরগি যাওয়াকে কেন্দ্র করে মফিজকে হত্যা করা হয়েছে। দুপুর একটার দিকে মহির, রোকন, জহির, মহিরের বউ কাজলী, মহিরের মা লাকি তাকে বেধড়ক মারপিট করে হত্য করেছে। জড়িতদের ফাঁসি চাই।
এবিষয়ে কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন মাতুব্বর বলেন, পূর্ব শত্রুতার জেরে তুচ্ছ বিষয়কে কেন্দ্র করে হত্যার ঘটনা ঘটেছে। মরদেহ ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে। জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
