ঠাকুরগাঁও প্রতিনিধি, মোঃ আবু সুফিয়ান বাবু:
ঠাকুরগাঁও সীমান্ত দিয়ে ভারত থেকে প্রবেশ করেছে বলে ধারণা করা এক রহস্যময় আলোর ঘটনা নিয়ে জেলাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাত ৭টা ২০ মিনিটে বালিয়াডাঙ্গী উপজেলার আমজানখোর এলাকা হয়ে পথ ধরে ঠাকুরগাঁও জেলা শহরের আকাশে ওই আলো চলাচল করতে দেখা যায় বলে স্থানীয়রা জানিয়েছেন।
প্রত্যক্ষদর্শীদের ভাষ্যমতে, উজ্জ্বল আলোটি দ্রুত গতিতে আকাশে চলাচল করছিল এবং কিছু সময়ের মধ্যেই দিক পরিবর্তন করে পঞ্চগড় জেলার আটোয়ারী উপজেলার আকাশেও দেখা যায়। বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে নানা জল্পনা-কল্পনা শুরু হয়।
অনেকে ধারণা করছেন, এটি কোনো রকেট, স্যাটেলাইট বা আধুনিক প্রযুক্তির উড়ন্ত বস্তু হতে পারে। আবার কেউ কেউ এটিকে ভিন্ন কোনো বৈজ্ঞানিক বা সামরিক পরীক্ষার অংশ বলেও মনে করছেন। তবে এখন পর্যন্ত সংশ্লিষ্ট কোনো কর্তৃপক্ষ এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো বক্তব্য দেয়নি।
হঠাৎ করে আকাশে এমন আলো দেখা যাওয়ায় স্থানীয়দের মধ্যে আতঙ্কের পাশাপাশি কৌতূহলও সৃষ্টি হয়েছে। সীমান্তবর্তী জেলা হওয়ায় বিষয়টি নিয়ে সাধারণ মানুষের মধ্যে প্রশ্ন উঠেছে—আসলে এটি কী ছিল এবং কোথা থেকে এসেছে?
